সিডনি: অদ্ভূত সমস্যা অস্ট্রেলিয়ার এক মহিলার। দুই সন্তানের জননী শেরিডান লার্কম্যানের স্তনের আকার আট বছর বয়স থেকে বেড়েই চলেছে। এখন তা ভয়াবহ আকার নিয়েছে। সাইজ হয়েছে কে-কাপ। এই নিয়ে চূড়ান্ত বিড়ম্বনায় দিন কাটাচ্ছেন তিনি। অবস্থা থেকে মুক্তি পেতে প্রয়োজন অস্ত্রোপচারের। কিন্তু তাঁর নিজের দেশে এই অস্ত্রোপচারের ব্যবস্থা নেই। যেতে হবে বিদেশে। তাই প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য অর্থসংগ্রহ অভিযানে নেমেছেন তিনি।
এখন যে মাপের অন্তর্বাস তিনি পরেন, তার থেকে আরও বড় মাপের অন্তর্বাস প্রয়োজন হয়ে পড়েছে তাঁর। কিন্তু এত বড় মাপের অন্তর্বাস পাওয়াটাও একটি কঠিন ব্যাপার। স্তনের আকার বৃদ্ধি কমে থামবে, তা নিয়ে কোনও ধারনাই নেই শেরিডানের।
১৬ বছর বয়সে এই সমস্যা নিয়ে তিনি চিকিত্সকের কাছে গিয়েছিলেন। তখন চিকিত্সক তাঁকে বলেছিলেন, এর থেকে বেশি আর বৃদ্ধি পাওয়া উচিত নয়। তখন শেরিডান ভেবেছিলেন আর হয়ত কিছুটা বৃদ্ধি পাবে। আর এক সাইজ বড় অন্তর্বাসেই কাজ চলে যাবে তাঁর।
শুধু তো শারীরিক বিড়ম্বনাই নয়, বাড়ির বাইরে পুরুষদের অভব্য মন্তব্যের শিকারও হতে হয়েছে তাঁকে। এমনকি বিভিন্ন ধরনের অশ্লীল বার্তাও পান তিনি।
এই স্তনের সমস্যার জন্য দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা হয় ২৩ বছরের শেরিডানের। সহজেই বাড়ির বাইরে বেরোনোর উপায়ও নেই তাঁর। সেই সঙ্গে শরীরে অসহ্য যন্ত্রনা হয় তাঁর। পিঠ, ঘাড়ের প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। মেরুদণ্ডের সমস্যাও ভোগাচ্ছে তাঁকে।
শেরিডান বলেছেন, পোশাক, বিশেষ করে অন্তর্বাস কেনাটা একটা বড় ঝঞ্ঝাট। অনলাইনে অনেক বেশি অর্থ দিয়ে সেগুলি কিনতে হয় তাঁকে।
শেরিডান স্তনের আকার হ্রাসের অস্ত্রোপচারের জন্য গোফান্ডমি-র মাধ্যমে ১০ হাজার ডলার ওঠার আশা করছেন। এখনও পর্যন্ত ২,০০০ ডলার সংগ্রহ হয়েছে। নিজের পেজে শেরিডান লিখেছেন, জীবনে যাতে আরও সক্রিয় হয়ে উঠতে পারি, স্বামী ও সন্তানদের নিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারি, সেজন্য আমাকে সাহায্য করুন।
ছোট থেকে বেড়েই চলেছে স্তনের আকার, অস্ত্রোপচারের জন্য তহবিল সংগ্রহ নামলেন দুই সন্তানের জননী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2017 02:28 PM (IST)
ছবি ফেসবুক থেকে নেওয়া
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -