ভ্যাটিকান সিটি: দীর্ঘ অপেক্ষার অবসান। আর কিছুক্ষণের মধ্যে সন্ত হচ্ছেন মাদার টেরিজা। ভ্যাটিকান সিটিতে প্রস্তুতি চূড়ান্ত। অনুষ্ঠানস্থলে দেখা গিয়েছে ভক্তদের ভিড়, মাদারের ছবির সামনে চলছে প্রার্থনা।
সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভ্যাটিকান সিটিতে পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েও। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে সেখানে রয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও।
মাদার টেরিজার সন্ত স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গান গাইতে গাইতে হোটেল থেকে ভ্যাটিক্যানের পথে রওনা হন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যম ও রাজ্যের প্রতিনিধিরা।
মাদারের সন্ত স্বীকৃতির অপেক্ষায় কলকাতাও। ফুলে ফুলে সেজে উঠেছে মাদার হাউস। অনুষ্ঠান সরাসরি দেখাতে বসানো হয়েছে জায়েন্ট স্ক্রিন।
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপর গোটা বিশ্ব মাদার টেরিজাকে চিনবেন সন্ত টেরিজা নামে। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত দেশবিদেশের অতিথিরাও। মাদার টেরিজার সন্ত উপাধি প্রদান অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে ভ্যাটিকানে পা রেখেছেন ১০০ জন প্রতিনিধি।
ভ্যাটিকানে মাদারকে সন্ত স্বীকৃতি, ঘোষণা পোপ ফ্রান্সিস-এর
Web Desk, ABP Ananda
Updated at:
04 Sep 2016 08:10 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -