রাষ্ট্রপুঞ্জ: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সামনে পাকিস্তানের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মুহাজিরদের। পাক সেনা প্রধানরা 'যুদ্ধ অপরাধী', এই স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা পাকিস্তান-বিরোধী স্লোগান দেন।
মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট (এমকিউএম)-এর মার্কিন শাখা সংগঠন এই বিক্ষোভের আয়োজন করেছিল। বিক্ষোভকারীরা দাবি করেন, পাকিস্তানে তাঁদের সম্প্রদায়ের হাজার হাজার নিরীহ মানুষকে গত তিন দশকে খুন করা হয়েছে। এছাড়াও আরও অনেক জনকে কোনওরকম বিচার ছাড়াই বেআইনিভাবে বন্দী করে রাখা হয়েছে।
লন্ডন থেকে টেলিফোনে বিক্ষোভে যোগ দেন এমকিউএম নেতা আলতাফ হোসেন। পাকিস্তানে দুর্দশাগ্রস্ত মুহাজির ও বালুচদের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের কাছে আর্জি জানান।
এমকিউএম উর্দুভাষী মুহাজিরদের (১৯৪৭-এ দেশভাগের সময় যাঁরা ভারত থেকে পাকিস্তানে চলে এসেছিলেন)প্রতিনিধিত্ব করে।
১৯৮০-র দশকে এমকিউএম জাতিগোষ্ঠীগত দল হিসেবে আত্মপ্রকাশ করে। সিন্ধ প্রদেশের দক্ষিণে করাচি, হায়দরাবাদ, মিরপুরখাস এবং সুক্কুরে এর রাজনৈতিক প্রভাব রয়েছে।
রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সামনে মুহাজিরদের পাকিস্তান বিরোধী বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2017 09:13 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -