মিউনিখ: ৩ দিনের মধ্যে সন্ত্রাস ফিরল জার্মানিতে। ফের রক্তাক্ত হল ইউরোপের এই দেশটি। রাজধানী মিউনিখের একটি শপিং মলে ঢুকে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি। বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। হামলার নেপথ্যে কে, তা এখনও জানা যায়নি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক বন্দুকবাজের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।


 

শুক্রবার স্থানীয় সময় সন্ধে ৬টা ৪০ মিনিট নাগাদ মিউনিখের মোসাখ এলাকার অলিম্পিয়া শপিং সেন্টারে তখন বহু মানুষের ভিড়। হঠাত্‍ গুলির শব্দ, আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। খালি করে দেওয়া হয় গোটা শপিং মল। বন্ধ করে দেওয়া হয় শহরের যান চলাচল। শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

 

এর আগে সোমবার রাতে জার্মানির বাভারিয়া প্রদেশের উর্জবুর্গ শহরে রাতের ট্রেনে কুড়ুল ও ছুরি নিয়ে হামলা চালায় ১৭ বছরের এক কিশোর। বেশ কয়েকজনকে জখম করে সে। হামলার পর ট্রেন থেকে পালানোর সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। কিশোরের ভিডিও প্রকাশ করে ঘটনার দায় স্বীকার করে আই এস। সেই ঘটনার পর তিন দিন কাটতে না কাটতে ফের হামলা জার্মানিতে।