২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে নির্বাচনী প্রচারের সময় গুলি ও বোমা হামলায় নিহত হন বেনজির। এই হত্যা মামলায় মুশারফকে ফেরারী আসামী ঘোষণা করে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত। কিন্তু মুশারফের দাবি, তাঁর উপর আক্রোশের কারণে জারদারির কথায় বাইতুল্লা মেহসুদ ও তার দলবল বেনজিরকে হত্যা করে। মুশারফের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত জারদারি বা তাঁর পরিবারের কারও প্রতিক্রিয়া মেলেনি।
বেনজিরের হত্যার জন্য দায়ী জারদারি, দাবি মুশারফের
Web Desk, ABP Ananda
Updated at:
21 Sep 2017 08:45 PM (IST)
NEXT
PREV
ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যার জন্য তাঁর স্বামী তথা প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিই দায়ী। এমনই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। তাঁর বিরুদ্ধেই বেনজির হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ খারিজ করে ফেসবুকে ভিডিও পোস্ট করে তিনি পাল্টা অভিযোগ করেছেন, ‘ভুট্টো পরিবারকে খতম করার পিছনে ছিলেন আসিফ আলি জারদারি। তিনিই মুর্তাজা ও বেনজির ভুট্টোর হত্যার জন্য দায়ী। কোনও খুন হলে সবার আগে দেখা উচিত, কে এই মৃত্যুর ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। এক্ষেত্রে আমার কিছু পাওয়ার বদলে ক্ষতিই হয়েছে। কারণ, আমিই সেই সময় ক্ষমতায় ছিলাম। বেনজির খুন হওয়ায় আমার সরকার সঙ্কটে পড়ে যায়। বেনজির খুন হওয়ায় একজনেরই লাভ হয়। সেই ব্যক্তি হলেন জারদারি।’
২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে নির্বাচনী প্রচারের সময় গুলি ও বোমা হামলায় নিহত হন বেনজির। এই হত্যা মামলায় মুশারফকে ফেরারী আসামী ঘোষণা করে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত। কিন্তু মুশারফের দাবি, তাঁর উপর আক্রোশের কারণে জারদারির কথায় বাইতুল্লা মেহসুদ ও তার দলবল বেনজিরকে হত্যা করে। মুশারফের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত জারদারি বা তাঁর পরিবারের কারও প্রতিক্রিয়া মেলেনি।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে নির্বাচনী প্রচারের সময় গুলি ও বোমা হামলায় নিহত হন বেনজির। এই হত্যা মামলায় মুশারফকে ফেরারী আসামী ঘোষণা করে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত। কিন্তু মুশারফের দাবি, তাঁর উপর আক্রোশের কারণে জারদারির কথায় বাইতুল্লা মেহসুদ ও তার দলবল বেনজিরকে হত্যা করে। মুশারফের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত জারদারি বা তাঁর পরিবারের কারও প্রতিক্রিয়া মেলেনি।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -