নিউ ইয়র্ক: আফগানিস্তানে রাজনৈতিক বা সামরিক ক্ষেত্রে ভারতের কোনও ভূমিকা দেখছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে তাঁর দাবি, ‘আফগানিস্তানে ভারতের ভূমিকা শূন্য। আমরা আফগানিস্তানে ভারতের সামরিক বা রাজনৈতিক কোনও ভূমিকা দেখছি না। সেটা হলে কোনও সমাধান হওয়ার বদলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। তাই আমরা আফগানিস্তানে ভারতের রাজনৈতিক বা সামরিক ভূমিকা মেনে নেব না। অবশ্য আর্থিক সহায়তা করতে চাইলে করতেই পারে ভারত।’


সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানকে আরও বেশি সাহায্য করা উচিত ভারতের। বিশেষ করে উন্নয়ন ও আর্থিক সহায়তার জন্য ভারতের দিকে তাকিয়ে ট্রাম্প। কিন্তু এতে আপত্তি পাকিস্তানের। আব্বাসি অবশ্য আফগানিস্তানে ভারতের বিনিয়োগ নিয়ে আপত্তি জানাননি। তাঁর দাবি, পাকিস্তানের চেয়ে বেশি আর কেউ আফগানিস্তানে শান্তি চায় না। জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগ থাকার কথাও অস্বীকার করেছেন আব্বাসি। তাঁর পাল্টা দাবি, পাকিস্তানে জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। হাফজি সইদকেও গৃহবন্দি করে রাখা হয়েছে।