এবার টিভি চ্যানেলের রাজনৈতিক ভাষ্যকার মুশারফ?
ABP Ananda, web desk | 27 Feb 2017 08:09 PM (IST)
ইসলামাবাদ ও দুবাই: ইমপিচমেন্টের মুখে পড়ে ২০০৮-এর নির্বাচনের পরই পাকিস্তানের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল প্রাক্তন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফকে। তারপর রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক মামলার কারণে ২০১৩-তে দেশে ফিরেও ভোটে লড়ার স্বপ্ন পূরণ হয়নি। সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ২০১৬-র মার্চে নওয়াজ শরিফ সরকার তাঁকে চিকিত্সার কারণে বিদেশে যাওয়ার ছাড়পত্র দিয়েছিল। বর্তমানে দুবাইতে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। রাজনৈতিক সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় এবার সংবাদমাধ্যমকেই কেরিয়ার হিসেবে মুশারফ বেছে নিলেন বলে মনে করা হচ্ছে। এজন্য তিনি ‘বোল টিভি’কে বেছে নিয়েছেন। এই চ্যানেলটি তাদের একটি সাপ্তাহিক অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে প্রাক্তন এই স্বৈরশাসককে তুলে ধরেছে বলে একটি পাক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। ওই অনুষ্ঠানের নাম ‘সব সে পহলে পাকিস্তান উইথ প্রেসিডেন্ট মুশারফ’। প্রতি রবিবার রাত ৮ টায় ওই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের প্রোমোশনাল ভিডিও চ্যানেলটি প্রচার করছে। গতকাল প্রথম পর্বের এই অনুষ্ঠান হয়। সেখানে দুবাই থেকে অ্যাঙ্করের প্রশ্নের উত্তর দিয়েছেন মুশারফ।