নিউ ইয়র্ক: হিজাব পরে কর্মস্থলে যাওয়ায় সহকর্মীদের হেনস্থা, কটূক্তি, এমনকী মারধরেরও শিকার হতে হয়েছে বলে অভিযোগ করলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক মহিলা কর্মী। তিনি ম্যানহাটনের আদালতে সহকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ড্যানিয়েলা আলমরানি ২০০৬ সালে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন। পরের বছর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০০৮ সাল থেকে হিজাব পরে কর্মস্থলে যাওয়া শুরু করেন ড্যানিয়েলা। অভিযোগ, এরপর থেকেই হেনস্থার শিকার হতে থাকেন তিনি। সহকর্মীরা সন্ত্রাসবাদী, তালিবান বলে ডাকতে শুরু করেন। এমনকী, তাঁর পুলিশে চাকরি করা উচিত নয় বলেও কটাক্ষ করেন অনেকে। এখানেই শেষ নয়, ২০১২ সালে দু জন অফিসার ড্যানিয়েলাকে আক্রমণ করেন। তাঁরা হিজাব টেনে খুলে নেওয়ার চেষ্টা করেন। আক্রমণকারীদের একজন আবার কর্মক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়ার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তাঁরাই ড্যানিয়েলাকে গালিগালাজ করার পাশাপাশি মারতে উদ্যত হন।
সরাসরি কটূক্তি, আক্রমণের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ড্যানিয়েলার বিরুদ্ধে প্রচার চালিয়েছেন তাঁর সহকর্মীরা। সব প্রমাণ সংগ্রহ করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই পুলিশকর্মী। তিনি ক্ষতিপূরণ চাইছেন।
হিজাব পরায় হেনস্থা, সহকর্মীদের বিরুদ্ধে মামলা নিউ ইয়র্কের মহিলা পুলিশকর্মীর
Web Desk, ABP Ananda
Updated at:
02 Feb 2017 05:10 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -