পরপুরুষদের সঙ্গে কথা, স্ত্রীর দু কান কেটে নিল আফগান স্বামী!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2017 01:03 PM (IST)
মাজার-ই-শরিফ: স্ত্রীর অপরাধ তিনি পরপুরুষদের সঙ্গে কথা বলেছেন। তাই তাঁকে উচিত্ শিক্ষা দিতে দু কান কেটে নিল স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই-শরিফে। এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন মাজার-ই-শরিফের যে হাসপাতালে এখন ওই মহিলা চিকিত্সাধীন সেখানকার কর্তৃপক্ষও। ২৩ বছরের জারিনার ওপর তাঁর স্বামী এই আক্রমণ চালায় গতকাল সন্ধেবেলা। এই ঘটনার পর তাঁর স্বামীর গ্রেফতারি দাবি করেছেন জারিনা। স্বামীর থেকে বিবাহবিচ্ছেদও চেয়েছেন আক্রান্ত। যে হাসপাতালে এখন জারিনা চিকিত্সাধীন রয়েছেন, সেখানকার প্রধান নুর মহম্মদ ফৈয়জ জানিয়েছেন, মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়ে যায় জারিনার। গতকাল জারিনা যখন হাসপাতালে আসেন, তখন তাঁর মারাত্মক রক্তপাত হচ্ছিল, দুটো কানই কেটে নেওয়ার জন্যে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে চিকিত্সা করা হচ্ছে, তবে দরকার পড়লে আরও উন্নতমানের চিকিত্সার জন্যে বিদেশে নিয়ে যেতে হবে জারিনাকে। বালখ প্রদেশের রাজ্যপাল শের-জান-দুরানি জানিয়েছেন, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই সে পলাতক।