ওয়াশিংটন: মার্কিন মুলুকের জর্জিয়ায় বিদ্বেষমূলক হামলার শিকার এক মুসলিম কিশোরী। অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পরনের হিজাব ছিঁড়ে ছিনতাই করে পালিয়ে যায়।


পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার স্থানীয় সময়ে প্রায় পৌনে ১০টা নাগাদ। ১৪ বছরের ওই কিশোরী আটলান্টার ম্যাজিয়ানো লিটল ইতালির নিকটবর্তী পেরিমিটার মলের পার্কিং লটে কয়েকজন বন্ধুদের সঙ্গে হাঁটছিলেন।


কিশোরীর অভিযোগ, এমন সময়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে তার হিজাব ছিঁড়ে দিয়ে তা ছিনিয়ে পালিয়ে যায়। সে আরও জানায়, পালানোর সময় চিৎকার করতে করতে তাকে জঙ্গি বলে উল্লেখও করে ওই ব্যক্তি।


কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। ওই ব্যক্তির খোঁজ চলছে। তার খোঁজ দিতে পারলে ১ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে কাউন্সিল অফ আমেরিকান-ইসলামিক রিলেশনস।


সাম্প্রতিক অতীতে, মার্কিন মুলুকে মুসলিম মহিলাদের ওপর একাধিক বিদ্বেষমূলক হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেই তালিকায় সর্বশেষ সংযোজন হল এই ঘটনা।