কর্নাটক বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার আছে আমার, তবে ভারতে যেতে পারছি না, লন্ডনে বললেন মাল্য
Web Desk, ABP Ananda
Updated at:
27 Apr 2018 05:52 PM (IST)
NEXT
PREV
লন্ডন: সামনেই কর্নাটক বিধানসভা ভোট। দুবার তিনি রাজ্যসভায় কর্নাটকের প্রতিনিধিত্ব করেছেন। এহেন লিকার ব্যারন বিজয় মাল্য বলছেন, রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার তাঁর আছে। কিন্তু এখানে থাকতে হচ্ছে, তাই তিনি এখন দেশে যেতে পারছেন না বলে খেদ প্রকাশ করেছেন তিনি।
জালিয়াতি, বেআইনি আর্থিক লেনদনে অভিযুক্ত মাল্যকে ভারতে নিয়ে এসে বিচার করার দাবি উঠছে।
৬২ বছর বয়সি প্রাক্তন কিংফিশার কর্ণধার আজ লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বাইরে সাংবাদিকদের এ কথা বলেন। তাঁকে ভারতে প্রত্যর্পণের চলতি মামলার শুনানি হচ্ছে সেখানে। আজ তিনি ফের কোর্টে হাজিরা দেন। গত এপ্রিলে স্কটল্যান্ড ইয়ার্ড প্রত্যর্পণ ওয়ারেন্টের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেন। তবে সাড়ে ৬ লক্ষ পাউন্ডের বিনিময়ে জামিনে তিনি এখন জেলের বাইরে রয়েছেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণ শোধ না করার পাশাপাশি বেআইনি আর্থিক লেনদেন মামলায় তাঁকে ভারতে পাঠানো হবে কিনা, সে ব্যাপারে রায় দেবে ওই আদালত। সেখানে তিনি বলেছেন, কর্নাটকে ভোট দেওয়া আমার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনারা তো জানেন, আমি এখানে রয়েছি। যেতে পারছি না।
মাল্য প্রথমবার কর্নাটক থেকে রাজ্যসভায় ছিলেন ২০০২ এর ১০ এপ্রিল থেকে ২০০৮ এর ৯ এপ্রিল পর্যন্ত। ফের সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হন ২০১০ এর ১ জুলাই। ২০১৬-র ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার আগেই ৫ মে ইস্তফা দেন।
কর্নাটক ভোট নিয়ে তাঁর মত জানতে চাওয়া হলে মাল্য বলেন, রাজনীতির ব্যাপারে খুব বেশি খোঁজখবর রাখছি না। তাই আমার কোনও মতামত নেই।
লন্ডন: সামনেই কর্নাটক বিধানসভা ভোট। দুবার তিনি রাজ্যসভায় কর্নাটকের প্রতিনিধিত্ব করেছেন। এহেন লিকার ব্যারন বিজয় মাল্য বলছেন, রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার তাঁর আছে। কিন্তু এখানে থাকতে হচ্ছে, তাই তিনি এখন দেশে যেতে পারছেন না বলে খেদ প্রকাশ করেছেন তিনি।
জালিয়াতি, বেআইনি আর্থিক লেনদনে অভিযুক্ত মাল্যকে ভারতে নিয়ে এসে বিচার করার দাবি উঠছে।
৬২ বছর বয়সি প্রাক্তন কিংফিশার কর্ণধার আজ লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বাইরে সাংবাদিকদের এ কথা বলেন। তাঁকে ভারতে প্রত্যর্পণের চলতি মামলার শুনানি হচ্ছে সেখানে। আজ তিনি ফের কোর্টে হাজিরা দেন। গত এপ্রিলে স্কটল্যান্ড ইয়ার্ড প্রত্যর্পণ ওয়ারেন্টের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেন। তবে সাড়ে ৬ লক্ষ পাউন্ডের বিনিময়ে জামিনে তিনি এখন জেলের বাইরে রয়েছেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণ শোধ না করার পাশাপাশি বেআইনি আর্থিক লেনদেন মামলায় তাঁকে ভারতে পাঠানো হবে কিনা, সে ব্যাপারে রায় দেবে ওই আদালত। সেখানে তিনি বলেছেন, কর্নাটকে ভোট দেওয়া আমার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনারা তো জানেন, আমি এখানে রয়েছি। যেতে পারছি না।
মাল্য প্রথমবার কর্নাটক থেকে রাজ্যসভায় ছিলেন ২০০২ এর ১০ এপ্রিল থেকে ২০০৮ এর ৯ এপ্রিল পর্যন্ত। ফের সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হন ২০১০ এর ১ জুলাই। ২০১৬-র ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার আগেই ৫ মে ইস্তফা দেন।
কর্নাটক ভোট নিয়ে তাঁর মত জানতে চাওয়া হলে মাল্য বলেন, রাজনীতির ব্যাপারে খুব বেশি খোঁজখবর রাখছি না। তাই আমার কোনও মতামত নেই।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -