ওয়াশিংটন: কয়েকদিন আগেই আমেরিকাকে হুমকি দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। বলেছিলেন, পরমাণু অস্ত্রের বোতাম সবসময় তাঁর টেবিলেই থাকে। এই হুমকির পাল্টা জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্যুইট-বার্তায় ট্রাম্প বলেছেন, 'উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সদ্যই বলেছেন যে, তাঁর টেবিলে সর্বদাই পরমাণু অস্ত্রের বোতাম থাকে। কিন্তু তাঁর ক্ষয়িষ্ণু ও ক্ষুদার্ত জমানার কোনও একজন কি তাঁকে বলে দেবেন যে, আমার কাছে পরমাণু বোমার বোতাম রয়েছে, কিন্তু সেটা তাঁর থেকে অনেক বেশি বড় ও শক্তিশালী এবং আমার সেই বোতাম কাজও করে'।





উল্লেখ্য কয়েকদিন আগেই দেশবাসীর প্রতি টেলিভিশনে ভাষণ দিতে গিয়ে কিম বলেছিলেন, সমগ্র আমেরিকার ভূখণ্ডই উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের পাল্লায় রয়েছে। কিম আরও বলেছিলেন, এভাবেই পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ দ্রুততার সঙ্গে চালিয়ে যাবেন তাঁরা।
উল্লেখ্য, কিমের দেশের একের পর এক পরমাণু অস্ত্র ও ক্ষেপনাস্ত্র পরীক্ষা নিয়ে তীব্র উত্তেজনা রয়েছে কোরিয় উপদ্বীপে। সেই উত্তেজনার পারদ আরও বেড়েছে কিম ও ট্রাম্পের বাকযুদ্ধে।