নয়াদিল্লি: মহাকাশের অন্য প্রান্ত থেকে ক্রমাগত ধেয়ে আসা একটি রেডিও সিগন্যালের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। রহস্যজনক ওই সিগন্যাল প্রতি ১৬ দিন অন্তর ফিরে ফিরে আসছে। বিশ্বব্রহ্মাণ্ডে মানুষ একা কি না-- অচিরেই কি অবসান ঘটতে হতে চলেছে বিজ্ঞানীদের সেই কৌতূহলের? পৃথিবীতে যেমন মানুষ রাজত্ব করছে, ঠিক তেমন ব্রহ্মাণ্ডের অন্য কোনও গ্রহে কি রয়েছে আমাদের মত জীব? দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে। জানতে, বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের মত উন্নত বা উন্নততর কোনও ভিনগ্রহে কোনও জীব রয়েছে কি না। এই নিয়ে বিশ্বে অনেক তত্ত্ব রয়েছে। মহাকাশ-বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন, এখনও করছেন। যদিও, এতদিন পর্যন্ত কোনও নির্দিষ্ট উত্তর মেলেনি। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি বিজ্ঞানীদের মনে নতুন করে আশার সঞ্চার করতে বাধ্য। খবরে প্রকাশ, কানাডিয়ান হাইড্রোজেন ইন্টেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট (চাইম)-এ আওতাধীন ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি) প্রোজেক্টে কর্মরত বিজ্ঞানীরা সম্প্রতি লক্ষ্য করেন, পৃথিবী থেকে ৫০ কোটি আলোকবর্ষ দূরে একটি নির্দিষ্ট জায়গা থেকে ক্রমাগত বার্স্ট (রেডিও সিগন্যালের ধারা) আসছে।
মহাকাশের অন্য প্রান্ত থেকে ধেয়ে আসছে রহস্যজনক বেতার-তরঙ্গ, উৎস কোথায়? কৌতূহল বিজ্ঞানীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2020 03:49 PM (IST)