পৃথিবী থেকে ১৬ লক্ষ কিলোমিটার দূরে নাসার ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি স্যাটেলাইটে ধরা পড়েছে এমন দৃশ্য। এবছরের ৫ জুলাই ঠিক এমনভাবেই ভারত ও প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে পৃথিবীর সূর্যালোকিত অংশ অতিক্রম করেছে চাঁদ। সময় লেগেছে সাড়ে ৩ ঘণ্টা। নাসার এই উপগ্রহের কাজই হল বছরভর পৃথিবীর সূর্যালোকিত অংশের ছবি তোলা এবং আবহাওয়া ও পরিবেশ সম্পর্কিত তথ্য পাঠানো।
৪ জুলাই রাত ১১.৫০ থেকে ৫ জুলাই ভোর ৩.১৮ পর্যন্ত ক্যামেরাবন্দি হয় ওই মুহূর্ত। এর আগে গতবছর দুপুর ৩.৫০ থেকে রাত ৮,৪৫ অবধি ছবি তোলা হয়েছিল।
(সৌজন্যে নাসা)