নিউ ইয়র্ক: বিশ্বের একশো জন সবচেয়ে বেশি রোজগেরে তারকাদের তালিকা প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। সেই তালিকায় বিশ্বের ডাকসাইটে সমস্ত সেলিব্রিটিদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান এবং অ্যাকশন হিরো অক্ষয় কুমার। মঙ্গলবার বিশ্বের সর্বোচ্চ রোজগেরে সেলেবদের একটি তালিকা প্রকাশ করে ফোর্বস।
ফোর্বসের প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন গায়িকা টেলর সুইফট। তাঁর এখন রোজগার প্রায় ১৭০ মিলিয়ন ডলার। ১০০ জনের যে তালিকা ফোর্বস প্রকাশ করেছে, তারমধ্যে ৮৬তম স্থানে রয়েছেন শাহরুখ খান। তাঁর রোজগারের পরিমাণ ২২১ কোটি ৬০ লক্ষ টাকা বা ৩৩ মিলিয়ন মার্কিন ডলার। এদিকে রোজগারের ভিত্তিতে অক্ষয় কুমারের স্থান ওই তালিকায় রয়েছে ৯৪ নম্বর স্থানে। তাঁর আয় প্রায় ২১১ কোটি টাকা বা ৩১.৫ মিলিয়ন ডলার।
ফোর্বস ম্যাগাজিন যে তালিকা প্রকাশ করেছে, সেখানে লিখেছে, বলিউডে এখনও রাজত্ব করছেন কিং খান। বক্স অফিস থেকে তাঁর ছবির সংগ্রহ এখনও সব তারকাদের তুলনায় সর্বোচ্চ। এছাড়াও বিজ্ঞাপন থেকে শাহরুখের আয় প্রচুর, যা মার্কিন মুলুকে এখনও অনেক তারকা ভাবতেই পারেন না।
তবে অক্ষয় কুমারের এবছর একটু অবনতি হয়েছে। ২০১৫ সালে তিনি ছিলেন ৭৬ তম স্থানে, সেখানে এবছর তালিকায় তাঁর জায়গা হয়েছে ৯৪ নম্বরে। অক্ষয় রোজগারের দৌড়ে বহু হলিউড তারকাকেই পিছনে ফেলে দিয়েছেন। মূলত গোল্ড লোন সংস্থা ও মোটর বাইকের বিজ্ঞাপন থেকে অক্ষয় যা আয় করেছেন, তাই তাঁকে তালিকায় অনেকের থেকে এগিয়ে রেখেছেন।
তালিকায় অন্য যে সব তারকা রয়েছেন তারমধ্যে রয়েছে লেখক জেমস প্যাটরসন, রিয়েল মাদ্রিদ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বাসকেট বল তারকা লিব্রন জেমস এবং গায়িকা ম্যাডোনার নাম।
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় শাহরুখ-অক্ষয়
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jul 2016 04:48 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -