ওয়াশিংটন: আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্যুইটারে খুবই সড়গড়। তাঁর নিজের অ্যাকাউন্ট থেকে করা ট্যুইট ঘিরে অনেক সময়ই বিতর্ক দানা বেঁধেছে। এছাড়া তাঁর ট্যুইটের বানান ভুল নিয়েও আলোচনা কম হয়নি। কিন্তু প্রেসিডেন্টের ট্যুইট ডিলিট বা ট্যুইটের ভুল সংশোধন করলেও সেগুলি চিরকালের জন্য অগোচরে চলে যাবে না। কারণ আমেরিকার ন্যাশনাল আর্কাইভ ও রেকর্ডর হোয়াইট হাউসকে ট্রাম্পের সমস্ত ট্যুইটই সংগ্রহ করে রাখার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পালনে সম্মত হয়েছে হোয়াইট হাউসও। আর্কাইভসের প্রধান ডেভিস এস ফেরেইরো মার্কিন কংগ্রেসের দুই ডেমোক্র্যাট সেনেটরকে চিঠি লিখে জানিয়েছেন যে, হোয়াইট হাউস ট্রাম্পের সমস্ত ট্যুইটই সংরক্ষণের বিষয়ে সম্মতি দিয়েছে।
প্রেসিডেন্টস রেকর্ডস আইন অনুযায়ী এ ধরনের লেখাজোখা ইতিহাসের জন্যই সংরক্ষণের প্রয়োজন। এই কারণ দেখিয়েই আর্কাইভস কর্তৃপক্ষ হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল।
ট্রাম্পের সমস্ত ট্যুইটই সংরক্ষণ করতে হোয়াইট হাউসকে বলল ন্যাশনাল আর্কাইভস
ABP Ananda, web desk
Updated at:
04 Apr 2017 04:55 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -