ভিডিওতে দেখুন: রাস্তা পার হতে হরিণের হাইজাম্প বাইক আরোহীর ওপর দিয়ে
ABP Ananda, web desk | 03 Apr 2017 09:23 PM (IST)
নয়াদিল্লি: মানুষ ও পশুর মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে হরিণের এ ধরনের বিপজ্জনক সংঘর্ষের ঘটনা ধরা পড়ল ভিডিওতে। এই ভিডিও ইতিমধ্যেই ইউটিউবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল বাইক আরোহী রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তার ওপর হরিণদের পারাপার এলাকা চিহ্নিত সাইনবোর্ড পেরিয়ে যাওয়ার পরই ঘটনাটি ঘটে। ওই বাইক আরোহী যখন যাচ্ছিলেন তখনই রাস্তা পার করার চেষ্টা করছিল এক বড়সড় হরিণ। মাঝে বাইক এসে পড়ায় হরিণটি মারল একটা লাফ। একজন মোটর সাইকেল আরোহীর ওপর দিয়ে সেটি রাস্তার ওপারে গিয়ে পৌঁছল। আর তার ধাক্কায় বাইক আরোহী তখন পড়ে গেলেন রাস্তায়। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় বাইক আরোহীর আঘাত তেমন গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে।