নয়াদিল্লি: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর গুলি চলার অভিযোগ। সূত্রের খবর, পশ্চিম জাপানে নারা শহরে এই হামলা হয়। সেই সময় শিনজো আবে বক্তৃতা করছিলেন। তার মাঝেই গুলি চলে। তারপরেই মঞ্চের ওপরেই লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।


 






ঘটনাস্থলে উপস্থিত জাপানের এক সাংবাদিক জানিয়েছেন, তিনি গুলির শব্দ শুনেছেন। রক্তাক্ত অবস্থায় শিনজো আবে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাড়া পাওয়া যাচ্ছিল তাঁর থেকে। কী অবস্থায় রয়েছেন, সেই বিষয়ে সরকারি তরফে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।


 






সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সূত্রের খবর হামলাকারী ব্যক্তি একজন পুরুষ। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির তরফে বলা হয়েছে পিছন থেকে শিনজো আবের উপর হামলা করেছে। 


আরও পড়ুন: 'অভ্যন্তরীণ বিষয়', মহম্মদ জুবেইরের গ্রেফতারি নিয়ে জার্মানির মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ভারতের