কুলভূষণের ফাঁসিতে স্থগিতাদেশ: নওয়াজ-বাজওয়া কথা, আন্তর্জাতিক আদালতের প্রশ্নের জবাব দিতে তৈরি, জানাল পাক সেনা

Continues below advertisement
ইসলামাবাদ: কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের ওপর আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের স্থগিতাদেশ নিয়ে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে টানা ৯০ মিনিট কথা বললেন নওয়াজ শরিফ। জিও নিউজ-এর খবর, কুলভূষণ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন পাক সেনাপ্রধান। পাকিস্তানে চরবৃত্তির দায়ে প্রাক্তন ভারতীয় নৌ অফিসার কুলভূষণের ফাঁসির বিরুদ্ধে ভারত কূটনীতির পথে হেঁটে আন্তর্জাতিক আদালতে আবেদন করে। তার ভিত্তিতেই ফাঁসির সাজা স্থগিত রাখে ওই আদালত। এদিকে, পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের দাবি, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সামরিক আদালত কুলভূষণকে সাজা দিয়েছে। কুলভূষণের ব্যাপারে আন্তর্জাতিক আদালত কিছু জানতে চাইলে সঠিক স্তরেই পাকিস্তানের বক্তব্য জানিয়ে দেওয়া হবে। তিনি এও বলেন, কুলভূষণের বিরুদ্ধে সামরিক আদালতের সিদ্ধান্ত ঘিরে সেনার অভ্যন্তরে প্রক্রিয়া এখনও বহাল রয়েছে। যদিও প্রক্রিয়া বলতে কী বোঝাচ্ছেন, বলেননি তিনি। পাক মিডিয়ার দাবি, নওয়াজ-বাজওয়া আলোচনায় ডন সংবাদপত্রে সেনা-সরকার বৈঠকের খবর ফাঁস হওয়ার ব্যাপারেও কথা হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে দুবার কথা হল তাঁদের। গত ৬ মে ডন সংবাদপত্রে সেনা-সরকার বৈঠকের খবর ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারে প্রথম সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা মিডিয়া জেনে যাওয়ায় সেনাবাহিনী নাকি প্রচণ্ড ক্ষুব্ধ। গত অক্টোবরে ডন সংবাদপত্রের এক রিপোর্টার প্রথ্ম পৃষ্ঠায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেন, পাকিস্তানের মাটিতে সক্রিয় যে জঙ্গিরা ভারত ও আফগানিস্তানে ছায়াযুদ্ধ চালাচ্ছে, তাদের নিয়ে চরম মতভেদ রয়েছে পাক সরকার ও সেনা কর্তৃপক্ষের মধ্যে। সেনাবাহিনী ওই প্রতিবেদনে জোর আপত্তি জানিয়ে জানায়, সেটি মিডিয়ায় বেরিয়ে যাওয়া জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের সামিল। যে বা যারা ওই খবর ফাঁস হওয়ার পিছনে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
Continues below advertisement
Sponsored Links by Taboola