ইসলামাবাদ: দলের নেতৃত্ব ফিরে পেতে পারেন পাকিস্তানের বরখাস্ত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কারণ, পাকিস্তানে প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী কোনও নেতা—যাঁর বিধায়ক বা সাংসদ পদ বাতিল হয়েছে, তিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন।
পানামা পেপার কেলেঙ্কারি মামলায়, গত ২৮ জুলাই দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ৬৭ বছরের শরিফ। এরপরই তাঁকে, নিজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে হয়।
এরপরই, পাক সংসদের উচ্চকক্ষ সেনেটে গত ২২ সেপ্টেম্বর ইলেক্টরাল রিফর্মস বিল, ২০১৭ পাস করানো হয়। সেখানে বলা হয়েছে, সরকারি আধিকারিক ছাড়া যে কোনও ব্যক্তি দলের যে কোনও পদ রাখতে পারবেন।
এর আগে, নিয়ম ছিল, সাংসদই কোনও রাজনৈতিক দলকে নেতৃত্ব দিতে পারবেন। নতুন বিলে সেই শর্ত বিলুপ্ত করা হয়েছে। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাহিদুল্লা জানান সোমবার এই বিলটি নিম্নকক্ষে পেশ করা হবে। কক্ষে পিএমএল-এন সংখ্যাগরিষ্ঠ হওয়ায় অতি সহজেই তা পাস হবে বলেই আশা তাঁর।
তিনি যোগ করেন, একবার উভয় কক্ষে পাস হয়ে গেল, বিলটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। পাশাপাশি, দলের সংবিধানেও আনা হচ্ছে বদল। এরজন্য আগামী ২ তারিখ পিএমএল-এন তাদের সাধারণ পরিষদের বৈঠক ডেকেছে।
তার আগে দলের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠক বসবে। এরপর, আগামী ৩ তারিখ ওয়ার্কিং কমিটি ও জেনারেল কাউন্সিল দলের নতুন সভাপতি নির্বাচন করবে। মুসাহিদুল্লার আশা, এই প্রক্রিয়া সম্পন্ন হলে দলের নেতৃত্বে নওয়াজ শরিফের ফিরে আসার রাস্তা প্রশস্ত হবে।
এর ফলে, দেশের শাসনভার ফিরে না পেলেও, দলের নেতৃত্ব ফিরে পাবেন শরিফ। তবে, বাধা আছে। দলের সভাপতির পদে শরিফের পুনরুত্থান আটকাতে আইন পরিবর্তনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বিরোধীরা।