ইসলামাবাদ: ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে এক পাক জওয়ান সহ তিনজন। এমনই দাবি করল ইসলামাবাদ।
এদিন পাক সেনার তরফে দাবি করা হয়, নিয়ন্ত্রণরেখা সংলগ্ন রাওয়ালকোট সেক্টরের রাকচিকরি এলাকায় ভারতীয় সেনার গুলিতে তাদের এক জওয়ান সমেত ৩ জন মারা গিয়েছে। পাশাপাশি, আরও ৪ জন আহত হয়েছে।
পাকিস্তানের দাবি, ভারতীয় শেলিং ও মর্টারের ঘায়ে এক মহিলা সহ ২ নাগরিক মারা গিয়েছে। একজন আহত হয়েছে। তাদের সহায়তা করতে পাক সেনা জওয়ানরা এগিয়ে এলে, তাদেরও টার্গেট করে ভারতীয় সেনা। তাতেই নায়েব সুবেদার নাদিমের মৃত্যু হয়। আরও তিন জওয়ান আহত হয়েছে।