ইসলামাবাদ: ‘পানামা পেপার্স’ ফাঁস হওয়ার পর বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের মতোই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিপুল সম্পত্তির কথা প্রকাশ্যে এসে গিয়েছে। নওয়াজ ও তাঁর স্ত্রীর মিলিত সম্পদের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। চার বছর আগেও যা ছিল ১০০ কোটি টাকা। সম্পদের পরিমাণ দ্বিগুণ হওয়ার চেয়েও চাঞ্চল্যকর খবর হল, পাক প্রধানমন্ত্রীর পোষা পশু-পাখির মূল্যই ২০ লক্ষ টাকা।

 

পাক নির্বাচন কমিশন ২০১৫-তে শরিফের পেশ করা সম্পত্তির হিসাব প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী, গত বছর পুত্র হুসেন নওয়াজের কাছ থেকে ২১ কোটি ৫০ লক্ষ টাকা পেয়েছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর দুটি মার্সিডিজ ছাড়াও একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি আছে। যেটি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে উপহার দিয়েছেন।

 

বিদেশে কোনও বাড়ি বা জমি না থাকলেও দেশি-বিদেশি একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে শরিফের। এছাড়া বহু চাষজমি ও চিনি, কাপড়, কাগজকলের মালিক তিনি। পাকিস্তানে শরিফ যে বাড়িতে বসবাস করেন, সেটি অবশ্য তাঁর মায়ের নামে। পাক প্রধানমন্ত্রীর স্ত্রী কুলসুমের নামে অ্যাবোটাবাদের চাঙ্গা গলি অঞ্চলে আট কোটি টাকা মূল্যের জমি ও বাড়ি আছে।  তাছাড়া আছে ১০ কোটি টাকা মূল্যের একটি বাংলোও। পারিবারিক ব্যবসারও অংশীদার কুলসুম।

 

শরিফের দুই পুত্র হাসান ও হুসেনও বিপুল সম্পদের অধিকারী। তাঁরা দুজনেই বিদেশে থাকেন। মেয়ে মরিয়ম সফদার ও জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মহম্মদ সফদারও যথেষ্ট ধনী। শরিফ পরিবারের অপর এক ধনী সদস্য হলেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের পুত্র হামজা। পাক প্রধানমন্ত্রীর ভাইপোর সম্পত্তির পরিমাণ ৩৪ কোটি ২৬ লক্ষ টাকা।