ঢাকা:ঢাকার গুলশন ক্যাফেকে হামলার মূলচক্রী তামিম আহমেদ চৌধুরীকে আগেই খতম করেছে বাংলাদেশ পুলিশ।এবার জঙ্গি ঘাঁটিতে পুলিশের অভিযানে প্রথমসারির জঙ্গি তথা তামিমের সহযোগীও নিহত হয়েছে। ঢাকার রূপনগর এলাকার একটি বাড়িতে হানা দিয়ে ওই জঙ্গিকে হত্যা করে পুলিশ। পুলিশ জানিয়েছে নিহত জঙ্গি নব্য জামাতউল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র নেতা তামিমের ‘ডান হাত’। গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার সানওয়ার হোসেন জানিয়েছেন, নিহতের নাম মুরাদ ওরফে মেজর মুরাদ। রূপনগরের ওই বাড়িতে মুরাদ ভাড়ায় থাকে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। গতকাল রাত সাড়ে নটা নাগাদ ওই অভিযান চালানো হয়। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে দুই ওসি সহ তিন পুলিশ কর্মী জখম হয়েছেন। তাঁরা ঢাকা মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখার প্রধান মণিরুল ইসলাম বলেছেন, মুরাদ জেএমবি-র সামরিক প্রশিক্ষক ছিল। সংগঠনে সে মেজর মুরাদ নামে পরিচিত ছিল।
সানওয়ার জানিয়েছেন, গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে অভিযানে তামিম নিহত হওয়ার পর তদন্তে মুরাদের কথা জানতে পারে পুলিশ। তিনি বলেছেন, গত বৃহস্পতিবারও রূপনগরের ওই বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। কিন্তু বাড়িটি তখন বন্ধ ছিল। বাড়ির মালিককে পুলিশ ভাড়াটে ফিরে এলে খবর দিতে বলেছিল। ভাড়াটে ফিরে এলে মালিক বাড়িটি তালাবন্দী করে পুলিশকে খবর দেন।
পুলিশ জানিয়েছে, বাড়িতে ঢুকতে গেলে এক পুলিশ অফিসারকে ছুরি মেরে পালানোর চেষ্টা করে মুরাদ। পুলিশের সঙ্গে তার ধ্বস্তাধ্বস্তি বেধে যায়। সেই সময়ই তার মুরাদ বুলেট বিদ্ধ হয়।
পুলিশের গুলিতে নিহত ঢাকা হামলার মূলচক্রী তামিমের ‘ডান হাত’
ABP Ananda, web desk
Updated at:
03 Sep 2016 02:30 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -