প্রকল্পটির জন্য উড়নে দে গানটি গেয়েছেন নীতি। মহিলাদের ইস্যু সমর্থনে ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এই গান।
বলা হচ্ছে, মানুষ পাচারের বিরুদ্ধে সমাজকে বার্তা দেওয়ার জন্য এভাবে এক মঞ্চে এসেছে সঙ্গীত দুনিয়া। এ উপলক্ষ্যে যে মিউজিক অ্যালবাম বার হবে, তাতে যোগ দেবেন ৬০জনেরও বেশি বিখ্যাত শিল্পী ও ব্যক্তিত্ব। এই সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর থেকে প্রকাশিত হবে ওই অ্যালবাম।
নীতি জানিয়েছেন, ২০১২-য় দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর তিনি লিখেছিলেন উড়নে দে গানটি। সেই ঘটনা মারাত্মকভাবে নাড়া দেয় তাঁকে। যখনই কোনও ভয়াবহ অপরাধ হয়, তখনই বহু স্বপ্ন ছারখার হয়ে যায়, বিশ্বাস ভেঙে যায়, চুরমার হয়ে যায় আত্মমর্যাদাবোধ। তাই এই অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে দৃঢ় অবস্থান নিতে চেয়েছিলেন তিনি। তাঁরা আশা, মানুষের মননে সত্যিই পরিবর্তন আসবে।