নিউ ইয়র্ক: চাঁদের বুকে প্রথম পা রাখা মার্কিন মহাকাশচারী নিল আর্মস্ট্রংয়ের একটি ব্যাগ বিক্রি হল ১৮ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে। ওই ব্যাগে করেই চাঁদের মাটির নমুনা নিয়ে এসেছিলেন আর্মস্ট্রং। প্রথম চন্দ্রাভিযানের ৪৮ তম বর্ষপূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে নিলামের আয়োজন করা হয়েছিল। সেখানেই নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আর্মস্ট্রংয়ের ব্যাগটি কিনেছেন।
হিউস্টনের জনসন স্পেস সেন্টারে এতদিন একটি বাক্সের মধ্যে ছিল ব্যাগটি। কারও নজরে পড়েনি। ২০১৪ সালে কানসাস মিউজিয়ামের ম্যানেজার ব্যাগটি চুরি করেন। ইউএস মার্শালস সার্ভিস তিনবার ব্যাগটি নিলামের আয়োজন করেছিল। কিন্তু ক্রেতা পাওয়া যায়নি। ২০১৫ সালে শিকাগোর এক আইনজীবী ন্যান্সি লি কার্লসন ৯৯৫ মার্কিন ডলারের বিনিময়ে ব্যাগটি কেনেন। তিনি ব্যাগটি যাচাই করার জন্য নাসায় পাঠান। সেই ব্যাগে চাঁদের মাটির নমুনা দেখতে পেয়ে নাসা সেটি ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কার্লসন মামলা করেন। তিনি সেই মামলায় জিতে ব্যাগটি ফেরত পান। এরপর অনেকেই ব্যাগটি নিয়ে আগ্রহ প্রকাশ করতে থাকেন। সেই কারণে কার্লসন ব্যাগটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার সদবি সংস্থার নিলামের আয়োজন করে। কার্লসন আশা করেছিলেন, ২ থেকে ৪ মিলিয়ন ডলারে ব্যাগটি বিক্রি হবে। তবে তার চেয়ে কম অর্থেই ব্যাগটি বিক্রি হয়েছে। ব্যাগটি ছাড়াও প্রথম চন্দ্রাভিযানের আরও কিছু সামগ্রী নিলামে তোলা হয়। সেগুলির দাম অবশ্য বেশি ওঠেনি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
১৮ লক্ষ মার্কিন ডলারে বিক্রি নিল আর্মস্ট্রংয়ের ব্যাগ
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jul 2017 04:29 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -