৪ সন্তানের মা স্টেফানি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি সৃজনশীল। তবে সেলাইফোঁড়াই প্রথম সন্তান জন্মের পর থেকে। শুরু করেন সফট টয় দিয়ে। তারপর থেকে সন্তান জন্মের পর অবসাদ কাটাতে ও নিজেকে আনন্দে রাখতে সেলাই হয়ে ওঠে তাঁর প্রিয়তম সঙ্গী।
ফ্রিল, ডাই আর কাঁচির ছোঁয়ায় সাদামাটা শার্টগুলির লুকই তিনি পুরোপুরি বদলে দিয়েছেন।
আর ছিট কিনে এনে জামা বানানোর থেকে এভাবে পোশাক বানাতে তাঁর সময়ও কম লাগে। কারণ বোতাম বসানো রয়েছে, রয়েছে হেম সেলাইও।
স্টেফানি জানিয়েছেন, মেয়েরা তাঁর তৈরি পোশাক ভীষণ পছন্দ করে, ঘুমনোর সময়েও ছাড়তে চায় না। আর তাদের এই আনন্দই ক্লান্ত হতে দেয় না তাঁকে।