কাঠমান্ডু: ভূমিকম্প-বিধ্বস্ত দেশে পুনর্নির্মানের কাজ করার জন্য প্রায় ১৩০০ ইঞ্জিনিয়ারকে নিয়োগ করল নেপাল প্রশাসন।
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এদিন জানান, এখন থেকে পুনর্নির্মানের কাজ পুরোদমে শুরু হবে। এরজন্য দেশবাসী ও রাজনৈতিক নেতাদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আবেদন করেছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, তাঁর আশা, ভূমিকম্প-রোধক ঘরবাড়ি বানাতে ইঞ্জিনিয়াররা নিজেদের দায়িত্ব সততার সঙ্গে পালন করবে। তিনি যোগ করেন, পুনর্নির্মানের কাজে ইঞ্জিনিয়ারদের সহায়তা দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় প্রচুর স্বেচ্ছাসেবকদের নিয়োগ করা হবে। প্রসঙ্গত, নির্বাচিত ইঞ্জিনিয়ারদের আগামী দুবছর ধরে নির্ধারিত জায়গায় থেকে এই পুনর্নির্মানের কাজ করতে হবে।
গত বছরের ২৫ এপ্রিল ৭.৯ তীব্রতার ভয়াবহ ভূমিকম্পে মারাত্মক ক্ষতি হয় এই পার্বত্য-রাষ্ট্রের। প্রায় ৮ লক্ষ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি মার্কিন ডলারের। এরমধ্যে আন্তর্জাতিক মহল থেকে প্রায় ৪০০ কোটি ডলার আর্থিক অনুদান পায় নেপাল। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত মানুষের মাথার ওপর ছাদ তৈরি করে দেবেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপাল পুনর্নির্মানে ১৩০০ ইঞ্জিনিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2016 11:33 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -