ওয়াশিংটন: বারাক ওবামা সরকার পাকিস্তানকে ৮টি এফ ১৬ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে খুশি নন খোদ মার্কিন সেনেটররাই। তাঁদের আশঙ্কা, পাকিস্তান জঙ্গিদমনে ওই যুদ্ধবিমান ব্যবহারের অজুহাত দিলেও আদতে তা ব্যবহার হবে ভারতের বিরুদ্ধে। অত্যাধুনিক ওই জঙ্গিবিমান ইসলামাবাদকে বিক্রির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্যও তাঁরা ওবামা সরকারকে অনুরোধ করেছেন।
মার্কিন কংগ্রেস সদস্য ম্যাট সলমন আশঙ্কাপ্রকাশ করেছেন, তাঁর মত অনেক কংগ্রেস সদস্যই মনে করছেন, ঠিক এই সময়ে পাকিস্তানকে এফ ১৬ যুদ্ধবিমান বিক্রি ভুল সিদ্ধান্ত হতে পারে। ভারত- পাক সম্পর্ক এখন যথেষ্ট শীতল। ফলে ওই বিমান জঙ্গিদের বদলে ভারতের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে পাকিস্তান। বেশ কয়েকজন কংগ্রেস সদস্য সমর্থন করেছেন সলমনকে। তাঁদের বক্তব্য, পাকিস্তানকে এমন যুদ্ধাস্ত্র বিক্রি করা উচিত যা শুধু জঙ্গিদের বিরুদ্ধেই ব্যবহার করা যেতে পারে, ভারত বা অন্য প্রতিবেশী দেশের বিরুদ্ধে নয়। কারণ পাকিস্তান ভারতের মাটিতে সন্ত্রাসবাদের ব্যবহারকে নিজেদের শাসনপ্রণালীর অংশ হিসেবে দেখে, পাক জঙ্গিরা ভারতে অসংখ্য ছোট বড় হামলার জন্য দায়ী। সেনেটররা মনে করিয়ে দিয়েছেন, ৯/১১-র পর সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে আমেরিকা কোটি কোটি ডলার অর্থ সাহায্য দিলেও পাক ভূখণ্ডে জঙ্গিরা বহাল তবিয়তে বর্তমান। এই পরিস্থিতিতে ইসলামাবাদকে নতুন করে এফ ১৬ বিক্রির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।
ভারতের বিরুদ্ধে পাকিস্তান ব্যবহার করতে পারে এফ ১৬ যুদ্ধবিমান, ভয় মার্কিন সেনেটরদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2016 05:45 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -