ওয়াশিংটন: আড়াই বছরের ছেলের গুলিতে প্রাণ হারালেন মা! আমেরিকার উইসকনসিনের মিলৌকির ঘটনা। স্থানীয় শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, বাচ্চাটি বসেছিল গাড়ির পিছনে। চালকের আসনের তলা থেকে বেরিয়ে আসা ৪০ ক্যালিবারের বন্দুকটি আচমকা তার হাতে উঠে আসে। ভুল করে সেটি চালিয়ে বসে সে। ঘটনাস্থলেই মারা যান তার মা, ২৬ বছরের প্যাট্রিসিয়া প্রাইস।


স্থানীয় সম্প্রচারকারী সংস্থা ডব্লুআইএসএন প্যাট্রিসিয়ার বাবা আন্দ্রে প্রিন্সকে উদ্ধৃত করে জানায়, তিনি তিন বাচ্চার মা। আমার বুকে একটা কান্না জমাট বেঁধে রয়েছে, বলেছেন আন্দ্রে।

সম্ভবত ওই বন্দুক প্যাট্রিসিয়ার বয়ফ্রেন্ডের। সে আবার সিকিউরিটি গার্ড। মিলৌকি জার্নাল সেন্টিনেল সংবাদপত্রের খবর, প্যাট্রিসিয়ার নিজের গাড়ি চুরি হয়ে যাওয়ায় তিনি বয়ফ্রেন্ডের গাড়ি চালাচ্ছিলেন।

শেরিফের দপ্তর থেকে বলা হয়েছে, তাদের ডেপুটিরা গাড়ির সামনের যাত্রীর আসনের সামনে মেঝের ওপর এক সিকিউরিটি অফিসারের একটি গান বেল্ট পেয়েছেন। সেটি প্যাট্রিসিয়ার ওই বয়ফ্রেন্ডের। বন্দুকটি পাওয়া গিয়েছে চালকের আসনের পিছনে গাড়ির ফ্লোরে। তদন্ত চলছে।

প্যাট্রিসিয়ার আরেকটি বাচ্চাও ঘটনা সময় গাড়িতে ছিল। তার বয়স মাত্র এক। গুলি চলার শব্দ পেয়ে অন্য গাড়ির চালকরাই এগিয়ে এসে প্যাট্রিসিয়ার গাড়িটিকে রাস্তার পাশে সরিয়ে নিয়ে যান।

ঘটনাচক্রে, মার্কিন মুলুকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নিজের কাছে বন্দুক রাখা নিয়ে বিতর্ক অনেক দিনের।

প্যাট্রিসিয়ার মতোই গত মাসে পরিণতি হতে যাচ্ছিল এক মহিলার। গাড়ি চালাচ্ছিলেন মা। আচমকা তাঁর পিঠে গুলি চালিয়ে দেয় চার বছরের ছেলে। জখম হন বন্দুক কাছে রাখার কট্টর সমর্থক মহিলাটি।