গোহত্যার অপরাধে নেপালে এক ব্যক্তির ১২ বছরের কারাদণ্ড
Web Desk, ABP Ananda | 03 Jun 2018 08:04 PM (IST)
কাঠমান্ডু: গোহত্যার অপরাধে নেপালে এক ব্যক্তির ১২ বছরের কারাদণ্ডের সাজা হল। যম বাহাদুর খাতরি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তিনটি গরুকে হত্যা করার অভিযোগ ছিল বলে জানিয়েছেন অর্ঘখানচি জেলা আদালতের ইনফরমেশন অফিসার টেকরাজ গাইরে। খাতরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর প্রতিবেশী বলদেব ভাট। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজা ঘোষণা করেছে আদালত। ২০০৮ সালে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় নেপালকে। তবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই দেশে গরুকে অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয়। ২০১৫ সালে গরুকে নেপালের জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আইন অনুসারে, নেপালে গোহত্যা নিষিদ্ধ। সেই আইন লঙ্ঘন করাতেই সাজা হল খাতরির।