কাঠমান্ডু: এক নয়, দুই নয়, গুনে গুনে ২৪ বার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ছুঁলেন নেপালি শেরপা কামি রিতা, যা কিনা বিশ্বরেকর্ড! মঙ্গলবার ভারতীয় পুলিশের একটি দলের পথ প্রদর্শক হিসেবে এভারেস্টে ২৪তম পদার্পণ করলেন কামি রিতা। এ-মাসেরই ১৫ তারিখে ২৩তম বার ৮৮৪৮মিটার এভারেষ্ট শীর্ষে পা রাখেন শেরপা।
সেভেন সামিট ট্রেকের চেয়ারম্যান মিংমা শেরপা জানিয়েছেন, কামি শেরপার বাড়ি নেপালের থামে গ্রামে। মঙ্গলবার নেপালের দিক থেকে তিনি এভারেষ্টের শীর্ষে পৌঁছান, সকাল ৬টা ৩৮ মিনিটে।
সোমবার রাতে ক্যাম্প ফোর থেকে দল নিয়ে সামিটের দিকে যাত্রা শুরু করেন কামি রিতা। লক্ষ্যে পৌঁছতে মঙ্গলবার ভোর হয়ে যায়। কামির ঝুলিতে এভারেষ্ট জয় ছাড়াও আছে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার অনেকগুলি শৃঙ্গ জয়ের খেতাব। তার মধ্যে আছে কে-টু, চো-য়্যু, লোতসে, অন্নপূর্ণা।
এখন পর্বতারোহীরা নিচে নামার পথে বলে সূত্রের খবর। সেভেন সামিট ট্রেকের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ২৫ বার পৃথিবীর উচ্চতম শৃঙ্গে পৌঁছতে চান ওই শেরপা। স্বপ্ন কি তার পূর্ণ হবে? বলবে সময়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
এভারেষ্ট জয়ে বিশ্বরেকর্ড! ২৪বার শৃঙ্গ ছুঁলেন নেপালি শেরপা
web desk, ABP Ananda
Updated at:
21 May 2019 02:07 PM (IST)
কামির ঝুলিতে এভারেষ্ট জয় ছাড়াও আছে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার অনেকগুলি শৃঙ্গ জয়ের খেতাব। তার মধ্যে আছে কে-টু, চো-য়্যু, লোতসে, অন্নপূর্ণা।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -