নয়াদিল্লি: জাপানে মাদক নিয়ে ধরা পড়লেন কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া। তাঁর দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। যদিও পাঁচ বছর সেই সাজা কার্যকর হবে না।


জাপানের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এ বছরের মার্চের শুরুতে উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপের নিউ চিতোসে বিমানবন্দরে মাদক সহ গ্রেফতার হন নেস। তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন। বিমানবন্দরের স্নিফার ডগ প্রথমে তাঁকে চিহ্নিত করে। এরপর শুল্ক বিভাগের আধিকারিকরা তল্লাশি শুরু করেন। নেসের কাছ থেকে ২৫ গ্রাম ক্যানাবিস রেসিন পাওয়া যায়। এই ব্যবসায়ী বলেন, তিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য ওই মাদক নিয়ে যাচ্ছেন। কিন্তু জাপানের মাদক আইন অত্যন্ত কড়া হওয়ায় নেসকে রেহাই দেওয়া হয়নি। তাঁকে হেফাজতে নেওয়া হয়। এরপর ২০ মার্চ সাপোরো জেলা আদালত সাজা ঘোষণা করে।