লন্ডন: এবার থেকে টিভিতে চ্যানেল ঘুরিয়ে পছন্দের শো নিজেরাই দেখতে পারবেন বাড়ির পোষ্য সারমেয়রা। পোষ্যদের কথা ভেবে এমনই একধরনের রিমোট তৈরি করেছে একদল গবেষক। যা বিশ্বে প্রথম।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের কম্পিউটার ডিজাইনারদের সাহায্যে পোষ্যদের খাবার নির্মাণকারী ওয়াগ এই রিমোটটি তৈরি করেছে। কুকুররা যাতে তাদের পা দিয়ে ব্যবহার করতে পারে সেরকমভাবেই তৈরি হয়েছে রিমোটটি। বোতামগুলো বেশ বড় সাইজের, যাতে চ্যানেল ঘোরাতে অসুবিধে না হয়। সহজে যাতে নষ্ট না হয়ে যায়, তাই শক্তধরনের ওয়াটারপ্রুফ প্লাস্টিক দিয়ে তৈরি এর বডি।
গবেষকদলের দাবি, সমীক্ষা বলছে, কুকুররা সপ্তাহে গড়ে ৯ ঘন্টারও বেশি টিভি দেখে। পোষ্যদের বিনোদনের জন্য টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছে এই রিমোট।
জনৈক গবেষক জানিয়েছেন, অনেক সময়ই পোষ্যকে বাড়িতে একা রেখে বেরোনের সময় নিজের মনের মধ্যে অপরাধবোধ কাজ করে। এই রিমোটে একা একাই টিভি দেখতে পারবে। তাদের আর খালি বাড়িতে একা লাগবে না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কুকুরদের জন্য টিভি রিমোট!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2016 07:10 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -