ইয়েমেন: ফের ইয়েমেনে জঙ্গি হামলা। বিমানবন্দর লাগোয়া সেনা ঘাঁটিতে জোড়া গাড়ি বিস্ফোরণে মৃত ৪। আদেন-এর আন্তর্জাতিক বিমানবন্দরের লাগোয়া ওই সেনা ঘাঁটিতে ঢোকার মুখে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। পরে সেনা ঘাঁটির ভিতরে আরও একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। মৃত্যু হয় চার সেনাকর্মীর। হামলার দায় এখনও স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
সূত্রের দাবি, আজকের হামলায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা প্রত্যেকেই ইয়েমেনের সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট আবাদ রাবু মনসুর হাদির সমর্থক। তিনি পদত্যাগ করলেও, তাঁর সমর্থকরা সৌদি সেনাবাহিনীর হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁকে ক্ষমতায় ফিরিয়ে আনতে।
হামলা চালানো হয়েছে যে এলাকায়, সেই জায়গা ঘিরে রেখেছে সেনা জওয়ানরা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ইয়েমেন-এর অ্যাডেন শহর, মৃত ৪
web desk, ABP Ananda
Updated at:
06 Jul 2016 05:39 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -