বৃহস্পতির কোন অংশের ছবি তুলবে জুনো, প্রস্তাব দিতে পারেন আপনিও!
Web Desk, ABP Ananda | 05 Jul 2016 04:24 PM (IST)
ওয়াশিংটন: জুপিটারের কোন অংশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত? এই বিষয়ে বিশ্বব্যাপী অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের মতামত চাইল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অবাক মনে হলেও এটাই সত্যি। প্রায় পাঁচ বছর ধরে ৮০ কোটি কিলোমিটার পথ অতিক্রম করে মঙ্গলবারই (ভারতীয় সময় অনুযায়ী) বৃহস্পতি গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে মার্কিন সৌরচালিত মানববিহীন মহাকাশযান জুনো। এর কিছুক্ষণের মধ্যে নাসা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের উদ্দেশ্যে এই অভিনব সুযোগ দেয়। ওই জ্যোতির্বিজ্ঞানীদের উদ্দেশ্যে নাসার প্রস্তাব, বৃহস্পতির যে অংশের টেলিস্কোপিক ছবি তাঁরা পাঠাবেন, জুনো সেই অংশেরই ছবি তুলবে। নাসা জানিয়েছে, যতগুলি নাম আসবে, তার মধ্যে ভোটাভুটির মাধ্যমে সেরা অংশ বেছে নেওয়া হবে। যতবার জুনো বৃহস্পতির চারপাশে প্রদক্ষিণ করবে, ততবারই বিভিন্ন প্রস্তাব থেকে মেলা সেরা অংশটিকে বেছে নিয়ে ছবি তুলবে জুনো। নাসা আরও জানিয়েছে, ওই ছবি ‘র’ ফর্ম্যাটে থাকবে। ব্যবহারকারীরা সেই ছবি ডাউনলোড করে তা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ঠিক করে ফের নাসার সাইটে আপলোড করার সুযোগ পাবেন। এর ফলে, সেই ছবি সকলেই দেখতে পাবেন। নাসার দাবি, এতদূর থেকে যোগাযোগ ব্যবস্থা ভীষণই ক্ষীণ হবে। ফলে, বৃহস্পতিকে ১১ দিনে একবার প্রদক্ষিণ করার সময়ে মাত্র ৪০ মেগাবাইট ছবি পাঠাতে পারবে জুনো।