লন্ডন: ব্রিটেনের (Britain)পদত্যাগী প্রধানমন্ত্রী বরিস জনসনের (boris johnson)উত্তরসূরি (next leader) কে? ঘোষণা হবে আগামী ৫ সেপ্টেম্বর (5th september)।


ব্রিটেনে ক্ষমতাসীন টোরি পার্টির (tory party)অভ্যন্তরীণ নির্বাচনের (election) দায়িত্বে থাকা '১৯২২ কমিটি অফ কনজারভেটিভ ব্যাকবেঞ্চ এমপিস' ভোটের এমনই সময়সূচি স্থির করেছে। মনোনয়ন জমা নেওয়ার সময় মঙ্গলবার। এদিনই আবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এখনও পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত  প্রাক্তন মন্ত্রী ঋষি সুনাক এবং বিদেশসচিব লিজ ট্রাস-সহ ১১ জন প্রার্থী নির্বাচনে লড়াইয়ের ইচ্ছা জানিয়েছেন। কমিটির প্রধান স্যার গ্রাহাম ব্র্যাডির কথায়, 'দ্রুত, ও মসৃণভাবে গোটা প্রক্রিয়াটি শেষ করে ফেলতে চাইছি আমরা। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত ভাবেই এক জন দলনেতাকে পেয়ে যাব।' 


কী ভাবে নির্বাচন?


ভোটের নয়া নিয়ম অনুযায়ী, দলনেতা হিসেবে যিনি নিজেকে তুলে ধরতে চাইবেন, প্রাথমিক ভাবে তাঁর সমর্থনে ব্যালটে অন্তত ২০ জন টোরি এমপি-র সমর্থন লাগবে। এর পরের চ্যালেঞ্জও সহজ নয়। দ্বিতীয় রাউন্ডে পৌঁছনোর জন্য ৩০টি ভোট লাগবে তাঁর। বুধবার প্রথম দফার ব্য়ালট অর্থাৎ নির্বাচন হবে। দ্বিতীয় দফার ব্যালট হবে বৃহস্পতিবার। সে দিনই প্রার্থিসংখ্যা অনেকাংশে কমে আসবে বলে আশা। এর পরও যদি লড়াই চলে সেক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহে আরও কিছু নির্বাচনের সুযোগ থাকছে। 


কী বলছেন টোরি এমপি-রা?


দলের এমপি সংখ্যা ৩৫৮। অবশ্য তাঁদের অনেকেই এখনও জানাননি, কাকে সমর্থন করবেন। চলতি সপ্তাহ শেষ হওয়ার আগে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা অনেকের। 
উল্লেখ্য, গত ৭ জুলাই ব্রিটিশ প্রাইম মিনিস্টার পদ থেকে ইস্তফা দেন বরিস জনসন। নিজের দলের সদস্যদের ক্ষোভের মুখেই ইস্তফার সিদ্ধান্ত। ‘দেশের স্বার্থে পদত্যাগ করুন’, বরিস জনসনকে জানিয়েছিলেন ট্রেজারি চিফ নাধিম জাওয়াহি। মন্ত্রিসভার একের পর এক সদস্যের পদত্যাগের চাপে এবার ব্রিটিশ প্রাইম মিনিস্টার পদ থেকে ইস্তফা সিদ্ধান্ত নিতে হয় বরিস জনসনকে। 
 


আরও পড়ুন:রেলব্রিজ থেকে মেট্রো স্টেশন, উধাও সৌজন্য, বার বার সংঘাতে কেন্দ্র ও রাজ্য