মিউনিখ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপ্রবেশ সংক্রান্ত নয়া নিষেধাজ্ঞা নীতিতে গ্রিন কার্ড হোল্ডারদের জন্যে কিছুটা ছাড় ঘোষণা করা হল। দেশের নিরাপত্তা বিষয়ক মার্কিন সচিব জন কেলির দাবি, যাঁরা ইতিমধ্যেই বিমানে চেপে বসেছেন তাঁদের সেদেশে প্রবেশে কোনও বাধা নেই। শনিবার মিউনিখে নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলনে কেলি জানান, ট্রাম্পের নয়া অনুপ্রবেশ নীতিতে আপাতত গ্রিন কার্ড হোল্ডারদের সাময়িক স্বস্তি দেওয়া হয়েছে।
তিনি জানান, নিরাপত্তার কথা ভেবে জারি করা মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক উদ্বাস্তু সংক্রান্ত নীতি ঘিরে সমালোচনার ঝড় ওঠে। গতমাসে আচমকা জারি করা এই নিষেধাজ্ঞার জেরে দেশের বিভিন্ন বিমানবন্দরে সম্পূর্ণ অচলাবস্থার সৃষ্টি হয়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত ট্রাম্প আরও স্পষ্টভাবে তাঁর প্রথম নির্দেশিকা সকলের সামনে পেশ করেছেন। মূলত সাধারণ মানুষ যাঁরা এই নির্দেশিকার ফাঁসে ফেঁসে যান তাঁদের মুক্তি দিতেই কিছুটা পরিবর্তন, দাবি কেলির।
সম্মেলনে জানতে চাওয়া হয় গ্রিন কার্ড ধারকদের সম্পর্কে তাঁরা কী ব্যবস্থা নিতে চলেছেন? এপ্রসঙ্গে কেলির জবাব, গ্রিন কার্ডের ধারক যাঁদের ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য ঠিক আছে, এবং যাঁরা বিমানে উঠে বসেছেন, তাঁদের মার্কিন মুলুকে ঢোকার অনুমতি তাঁরা দেবেন। তবে প্রথমে এই নির্দেশিকায় সাতটি মুসলিম প্রধান দেশ থেকে উদ্বাস্তুদের অনুপ্রবেশে যে নিষেধাজ্ঞা মার্কিন মুলুকে ছিল, তা বহালই রয়েছে।
ট্রাম্পের অনুপ্রবেশ সংক্রান্ত নয়া নিষেধাজ্ঞা নীতিতে গ্রিন কার্ড হোল্ডারদের ছাড়:জন কেলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Feb 2017 12:00 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -