নয়াদিল্লি: সোমবারই করোনামুক্ত হওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছে নিউজিল্যান্ড। মাত্র দেড় হাজারের সামান্য কিছু বেশি মানুষের সংক্রমণ আর ২২জনের মৃত্যুতেই সে দেশে করোনার জীবাণুকে প্রতিহত করা গিয়েছে। তবে শুধু নিউজিল্যান্ডই নয়, করোনাকে হার মানাতে সক্ষম হয়েছে বিশ্বের আরও ৮টি দেশ। জেনে নিন কোন কোন দেশ করোনার করাল গ্রাস থেকে মুক্তি পেয়েছে:
মন্টেনেগ্রো: ইউরোপের এই দেশ গত ২৪ মে করোনামুক্ত হয়েছে বলে ঘোষণা করেছিল। ১৭ মার্চ সেখানে প্রথম সংক্রমণের খবর পাওয়া যায়। মোট আক্রান্ত হয়েছিলেন ৩২৪ জন। মাস্কের ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করা হয়। সমস্তরকম ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, জমায়েত বন্ধ করে দেওয়া হয়। করোনাকে জব্দ করার পর গত সপ্তাহে স্থলপথে ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, সার্বিয়া, কসোভো ও আলবানিয়ার সীমান্ত খুলে দিয়েছে মন্টেনেগ্রো।
ইরিত্রিয়া: মাত্র ৬০ লক্ষ মানুষের বাস এই দেশে। এখানে মোট ৩৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। লকডাউন ঘোষণা হয়েছিল। এখন করোনামুক্ত এই দেশ।
পাপুয়া নিউগিনি: ৪ মে করোনামুক্ত ঘোষিত হয়েছিল পাপুয়া নিউগিনি। প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০ মার্চ। মাত্র ৮জন আক্রান্ত হয়েছিলেন।
সেচেলস: এই দেশে মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আপাতত সংক্রমণমুক্ত।
হোলি সি: দেশে মোট ১২ জন আক্রান্ত হয়েছিলেন। ৬ জুন ঘোষণা করা হয় যে, সকলেই সংক্রমণমুক্ত। দেশেও আর এই রোগের চিহ্ন নেই।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত এই দেশে ১৫ জন আক্রান্ত হয়েছিলেন। আপাতত আর কোনও পজিটিভ কেস নেই। করোনামুক্তির কথা ঘোষণা করা হয়েছে।
ফিজি: আক্রান্ত ১৮ জন সেরে ওঠার পর গত ২০ এপ্রিল করোনামুক্ত হওয়ার কথা ঘোষণা করে ফিজি।
ইস্ট টিমর: গত ১৫ মে দেশের ২৪তম ও শেষ করোনা আক্রান্তের সেরে ওঠার খবর প্রকাশ করে ইস্ট টিমর। আপাতত করোনামুক্ত এই দেশ।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নিউজিল্যান্ড ছাড়াও করোনামুক্ত কোন ৮ দেশ, জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2020 07:40 PM (IST)
সোমবারই করোনামুক্ত হওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছে নিউজিল্যান্ড। মাত্র দেড় হাজারের সামান্য কিছু বেশি মানুষের সংক্রমণ আর ২২জনের মৃত্যুতেই সে দেশে করোনার জীবাণুকে প্রতিহত করা গিয়েছে।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -