স্বাভাবিক ভাবেই দেশ মারণ ভাইরাসের থাবা থেকে বেরিয়ে এসেছে, এর চেয়ে ভাল খবর আর কী হতে পারে নিউজিল্যান্ডবাসীর কাছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা। আবার খেলার মাঠে লোকজন আসবে, ক্লাব-রেস্তোরাঁ-বার খোলার আশায় খুশিতে মশগুল ৫০ লক্ষ মানুষের দেশটি। তারই ঝলক মিলল কিউই ক্রিকেটার জিমি নিশামের ট্যুইটে।
তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে বিরাট সাফল্য অর্জনের পিছনে তিনটি কারণ উল্লেখ করেছেন-প্ল্যানিং, প্রবল জেদ ও টিমওয়ার্ক। এই তিন মন্ত্রেই দেশবাসী করোনা মোকাবিলায় সফল হলেন বলে তিনি মনে করছেন। দেশবাসীকেও অভিনন্দন জানিয়েছেন নিশাম।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন মিডিয়াকে বলেন, আমরা নিশ্চিত, এখনকার মতো নিউজিল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ নির্মূল করেছি, কিন্তু নির্মূলীকরণ হয়েছে, সময় ধরে বলা যায় না, এ এক লাগাতার প্রয়াস। এটা প্রায় নিশ্চিত যে আমরা এখানে ফের সংক্রমণ ঘটতে দেখব এবং আমি আবারও বলতে চাই এটা হবে। কিন্তু তার মানে এই নয় যে, আমরা ব্যর্থ। এই ভাইরাসের এটাই বাস্তব, চরিত্র। কিন্তু যদি এবং যখন সেটা ঘটবে, তখন আমরা যেন তৈরি থাকি, এটা নিশ্চিত করতে হবে।
.