ওয়েলিংটন: প্রতিদিনকার মতো গত ২৬ অক্টোবর সকাল সওয়া সাতটা নাগাদ সৈকতে দাঁড়িয়ে সমুদ্রে পাতা জাল পরীক্ষা করছিলেন নিউজিল্যান্ডের এক মত্স্যজীবী গুস হাট। হঠাত্ তাঁর চোখে পড়ে জলে একটা পুতুল ভাসছে। ভালো করে দেখে খটকা লাগে তাঁর। এক শিশুর কান্নার আওয়াজ শুনে পলকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি। আর দেরী করেননি হাট। জলে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন দেড় বছরের এক শিশুকে।
উত্তর আইল্যান্ডের মাতাতা সৈকতে এসেছিল শিশুটির পরিবার। সেই জায়গা থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি।
মারফির হলিডে ক্যাম্পের অন্যতম মালিক রেবেকা সাল্টার বলেছেন, শিশুটি অত্যাশ্চর্যভাবে উদ্ধার হয়েছে। কারণ, মত্স্যজীবী হাট ওই দিন সমুদ্রের অন্য একটি জায়গায় জাল পেতেছিলেন। আর এতেই রক্ষা পেল শিশুটি।
হাট বলেছেন, শিশুটির মুখ অনেকটা পোর্সেলিনের মতো লাগছিল। এজন্য তিনি শিশুটিকে পুতুল ভেবেছিলেন। কিন্তু কান্নার আওয়াজ শুনতে পেয়ে ভুল ভাঙে তাঁর।
সমুদ্র থেকে ‘আশ্চর্য উদ্ধার’ দেড় বছরের শিশু, ‘ভেবেছিলাম একটা পুতুল ভাসছে’, বললেন মৎস্যজীবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Nov 2018 02:00 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -