অকল্যান্ড: সন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। মেয়ে হয়েছে তাঁর। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর তিনিই দ্বিতীয় ব্যক্তি, যিনি রাষ্ট্রপ্রধান থাকাকালীনই সন্তান প্রসব করলেন।

সদ্যজাত কন্যার দেখাশোনার জন্য নিজের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাসিন্ডার স্বামী ক্লার্ক গেফোর্ড। একটি টেলিভিশন শো-র সঞ্চালক তিনি। মেয়ের জন্য তিনি সেই কাজ ছেড়ে দিচ্ছেন।

নিউজিল্যান্ডের স্থানীয় সময় বিকেল পৌনে পাঁচটা নাগাদ অকল্যান্ডের সিটি হাসপাতালে মেয়ের জন্ম দেন জাসিন্ডা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর দিয়েছেন তিনি। ১৯৯০-এ প্রধানমন্ত্রী থাকাকালীন বেনজির ভুট্টো কন্যা বখতওয়ারের জন্ম দেন।

[embed]https://www.instagram.com/p/BkRrm87F8Cb/?utm_source=ig_embed[/embed]

এর আগে ইনস্টাগ্রামেই নিজের গর্ভধারণের খবর ঘোষণা  করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ৩৭ বছরের এই রাজনীতিক গত অক্টোবরে প্রধানমন্ত্রী হয়েছেন। জানুয়ারি মাসে সর্বসমক্ষে তিনি ঘোষণা করেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তাঁর সন্তান জন্ম নিয়ে নিউজিল্যান্ডের মানুষের এত উৎসাহ ছিল যে স্থানীয় টেলিভিশন চ্যানেল ঘটনার লাইভ কভারেজ করে।