ওয়েলিংটন: ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু । সরকারি ভাবে এই প্রথম ফাইজার ভ্যাকসিনের ( Pfizer COVID-19 vaccine) সঙ্গে কোনও মৃত্যুকে সরাসরি যুক্ত করল নিউজিল্যান্ড ( New Zealand)। সোমবার ওকটি রিপোর্টে বলা হয়েছে,  এক মহিলার মৃত্যু ঘটেছে ফাইজার ভ্যাকসিন নেওয়ার পর। 

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ (Covid -19) ভ্যাকসিন সেফটি মনিকরিং বোর্ড (COVID-19 vaccine safety monitoring board) এই তথ্য প্রকাশ করেছে। যদিও ওই মহিলার বয়স কত তা জানানো হয়নি বিবৃতিতে। ওই বোর্ডের তরফে জানানো হয়েছে মায়োকার্ডিটিস নামে এক অসুখে মৃত্যু হয়েছে মহিলার। এই অসুখ খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া। মায়োকার্ডাইটিস হল হৃৎপিণ্ডের পেশীর প্রদাহ যা রক্তসঞ্চালনের ক্ষমতাকে সীমিত করতে পারে। হৃদস্পন্দনের ছন্দে পরিবর্তন আনতে পারে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "নিউজিল্যান্ডে এটিই প্রথম ঘটনা যেখানে ফাইজার টিকা দেওয়ার পরের কয়েকদিনের মধ্যেই কারও মৃত্যু হল ও নির্দিষ্ট বোর্ড সরাসরি এর জন্য টিকা নেওয়ার বিষয়টি যুক্ত করল। 




Coronavirus: মহারাষ্ট্রে ১৮ শিশুর দেহে মিলল করোনা, কোভিড আবহে বাড়ল চিন্তা



যদিও দেশের ফাইজার কর্ত্পক্ষ এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি এই বিষয়ে। যদিও কোভিড-১৯ ভ্যাকসিন সেফটি মনিকরিং বোর্ড বলেনি, ভ্যাকসিনের কারণেই এই মৃত্যু। তাদের দাবি, মৃতার শরীরে একই সঙ্গে নানারকম সমস্যা চলছিল, এমন হতেই পারে যে, মায়োকার্ডাইটিস তারই ফলাফল।  

এখনও পর্যন্ত দেশে এখনও পর্যন্ত  Pfizer/BioNTech, Janssen, AstraZeneca ভ্যাকসিনগুলিকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ফাইজার ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। 

বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে নাজেহাল হচ্ছে নিউজিল্যান্ড। 
সোমবার নতুন ৫৩ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৫৬২। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে এই মাসের শুরুতেই  লকডাউন কার্যকর করা হয়েছিল।

ভারতে সোমবারের হিসেব অনুসারে, 
করোনায় দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও, বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৯০৯ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু কেরলেই একদিনে সংক্রমিত ২৯ হাজার ৮৩৬ জন।  দেশে একদিনে মৃত্যুর সংখ্যা ৩৮০।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ২১০ জনের।