নয়াদিল্লি : কাবুল (Kabul) বিমানবন্দরে ফের নাশকতার চেষ্টা। একটি গাড়ি থেকে বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হল পরপর ৫টি রকেট। হামলা বানচাল করল মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম। হামলার নেপথ্যে আইএস (IS-K) খোরাসান রয়েছে বলে অনুমান। এর আগে সকাল থেকেই কাবুলের আকাশে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে যেতে দেখা যায়। এই পরিস্থিতিতে বাড়ছে আতঙ্ক। গতকালই বিস্ফোরক বোঝাই আত্মঘাতী আইএস জঙ্গিদের গাড়ি মাঝ রাস্তায় ড্রোন হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে আমেরিকা। কাবুল বিমানবন্দরের কাছে জনবসতিপূর্ণ এলাকায় রকেট হামলা হয়। মৃত্যু হয় এক শিশু-সহ ৬ জনের। আহত হন বেশ কয়েকজন। ৩১ অগাস্ট শেষ হচ্ছে আফগানিস্তান (Afghanistan) থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ডেডলাইন। 

শনিবারই হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ৩টি গেট থেকে সরে গিয়েছে আমেরিকার সেনা। এর প্রায় সঙ্গে সঙ্গে সেগুলির দখল নিয়ে নিয়েছে তালিবান। সিল করে দেওয়া হয়েছে বিমানবন্দর। এয়ারপোর্টে ঢোকার বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে চেকপোস্ট। এদিকে, মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা যত এগিয়ে আসছে, ততই যেন নৃশংসতা বাড়ছে তালিবানের। সেদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফওয়াদ আন্দারাবিকে গুলি করে খুন করেছে তালিবান জঙ্গিরা!


কাবুলে জনবসতিপূর্ণ এলাকায় রকেট হামলা, মৃত শিশু-সহ একাধিক




অন্যদিকে, কুড়িজনের বেশি ভারতীয় (Indian) এখনও কাবুল বিমানবন্দরের আশেপাশের এলাকায় আটকে রয়েছেন। পরিস্থিতি ভাল হলে, তাঁদের উদ্ধার করা হবে। খবর সূত্রের। এই ভারতীয়রা কাবুল বিমানবন্দর পর্যন্ত এসেই পৌঁছতে পারেননি। 

তালিবানের নতুন ফতোয়া, রেডিও ও টিভিতে মহিলা কণ্ঠস্বর সম্প্রচার করা যাবে না! কান্দাহারে রেডিও ও টিভিতে বিনোদনমূলক সঙ্গীতানুষ্ঠানও নিষিদ্ধ করেছে তালিবান! আফগানিস্তানে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে তালিবান শিবিরে। তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের দাবি,  দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ৩৩টি প্রদেশের গভর্নর ও পুলিশ কর্তার নাম ঠিক করে ফেলা হয়েছে। শীঘ্রই দেশের আর্থিক নীতি নিয়ে বৈঠক করবে তালিবান নেতৃত্ব। তালিবানের দাবি, মার্কিন সেনা প্রত্যাহারের পরে বিমানবন্দরের পরিষেবা সচল রাখতে প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়রদের নিয়ে বিশেষ দল গঠন করেছে তারা।