ক্রাইস্টচার্চ: গত শুক্রবার বিকেলে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নারকীয় হত্যালীলা চালানোর সময় পুরো ঘটনা ক্যামেরায় বন্দী করেছিল অস্ট্রেলিয়া-জাত দক্ষিণপন্থী চরমপন্থী ব্রেন্টন ট্যারান্ট। এদিন তাকে হত্যার অভিযোগে আদালতে পেশ করা হয়। বন্দির সাদা পোশাক ও হ্যান্ডকাফ পরিয়ে ২৮ বছরের ব্রেন্টনকে আগালতের কাঠগড়ায় তোলা হয়। তার বিরুদ্ধে বিচারক যখন হত্যার অভিযোগ পড়ে শোনাচ্ছেন, তখন তাকে ভাবলেশহীন মুখে বসে থাকতে দেখা যায়। তার বিরুদ্ধে আরও অনেকগুলি ধারায় মামলা রুজু হবে।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, এদিনের সংক্ষিপ্ত শুনানির সময় প্রাক্তন ফিটনেস ট্রেনার তথা স্বঘোষিত ফ্যাসিবাদীকে আদালতে উপস্থিত সংবাদমাধ্যমের দিকে মাঝেমধ্যেই তাকাতে দেখা যায়। শুনানি চলাকালে যখন সংবাদমাধ্যমের আলোকচিত্রীরা যখন তার ছবি তুলছিলেন, তখন তাকে হাসতে দেখা যায়। সেইসঙ্গে অঙ্গভঙ্গিতে শ্বেতাঙ্গ দাপটের  আস্ফালন  করতে দেখা যায় তাকে। তার পক্ষ থেকে জামিনের আর্জি করা হয়নি। আগামী ৫ এপ্রিল পরবর্তী শুনানির আগে পর্যন্ত তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তার কারণে বন্ধ কামরায় এদিনের শুনানি হয়।
ব্রেন্টনের বিরুদ্ধে ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা ও আরও অনেককে আহত করার অভিযোগ দায়ের করা হয়েছে। চার বছরের এক শিশুসহ প্রায় ৪০ জন জখম হাসপাতালে চিকিত্সাধীন।