ওয়েলিংটন: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জঙ্গি হামলার ঘটনায় নিহত এক ভারতীয়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবারের প্রার্থনার সময় মসজিদে ঢুকে পড়ে সেনার পোশাক পরা ৩ হামলাকারী। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় ৪৯ জনের, এদের মধ্যে একজন ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় দুপুর পৌনে ২টো নাগাদ সেনার পোশাক পরে আল নুর মসজিদ সহ দু’জন জঙ্গী মসজিদে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। মসজিদে তখন চলছিল প্রার্থনা। হামলার খবর পেয়েই এলাকা ঘিরে ফেরে পুলিশ। ক্রাইস্টচার্চের পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, প্রায় ৫০ রাউন্ড গুলি চালায় জঙ্গিরা। শিশু ও মহিলা সহ অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ পুরুষ এবং এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে একাধিক আইইডি। তদন্তকারীদের দাবি, শহরের বিভিন্ন জায়গায় নাশকতামূলক হামলার ছক ছিল জঙ্গিদের।
এদিকে, এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা। প্রার্থনার জন্য একটি মসজিদে ছিলেন তাঁরা। প্রত্যেক ক্রিকেটারই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তবে হামলার ঘটনায় মাঝপথেই বাতিল হল টাইগারদের কিউই সফর। দেশে ফিরে আসছেন ক্রিকেটাররা। ফলে বাতিল হয়ে গেল তৃতীয় টেস্ট।
বর্তমানে নিউজিল্যান্ডে প্রায় ২ লক্ষ প্রবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ঘটনার পর নিউজিল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস, খোলা হয়েছে হেল্পলাইন। ঘটনার জেরে বন্ধ রাখা হয়েছে ক্রাইস্টচার্চ শহরের সমস্ত স্কুল। বাতিল করা হয়েছে বেশ কিছু উড়ান।
নিউজিল্যান্ডের দুটি মসজিদে জঙ্গি হামলায় নিহত এক ভারতীয় সহ ৪৯, নিখোঁজ আরও ৯
Web Deask, ABP Ananda
Updated at:
15 Mar 2019 09:52 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -