নিস: জাতীয় দিবস উপলক্ষ্যে তখন উৎ‍সবের আবহ। নিস শহরের সমুদ্র সৈকতে ভিড়ে ভিড়। তারই মাঝে এই ট্রাক পিষে দিল একের পর এক নিরীহ মানুষকে। ফের সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল ফ্রান্সের রাজপথ।
কিন্তু কেন বার বার ফ্রান্সকেই বেছে নিচ্ছে জঙ্গিরা? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ। গোটা বিশ্বের কাছেই এখন ত্রাস হয়ে উঠেছে জঙ্গি সংগঠন আইএস। সেই আইএস-সহ গোটা বিশ্ব থেকে জেহাদি জঙ্গিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কড়া অবস্থান নিয়েছে ফ্রান্স।
মালি, সিরিয়া, ইরাক, লিবিয়া-- সর্বত্রই অভিযান চালাচ্ছে ফরাসি সেনা। ফরাসি সেনাবাহিনীর প্রায় ১০ হাজার জওয়ান দেশের বাইরে জঙ্গি দমনে নিযুক্ত। সন্ত্রাস দমনে এই কঠোর অবস্থান নেওয়ার কারণেই কি বার বার ফ্রান্সকে পাল্টা নিশানা করছে জঙ্গিরা? বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্সের ভৌগলিক অবস্থান ও দেশের মধ্যের সামাজিক সমীকরণও একটা বড় কারণ।
মরক্কো, তিউনিশিয়া, লিবিয়া, আলজেরিয়ার মতো আফ্রিকার দেশ থেকে এক সময় বহু মানুষ ফ্রান্সে পাড়ি দেন। আর্থিক স্বাচ্ছন্দ্য, উন্নত মানের জীবনযাপন, সামাজিক নিরাপত্তা-এ সবের স্বপ্ন বুকে নিয়ে সেখানে গিয়ে বসবাস শুরু করেন। কিন্তু, সেই স্বপ্ন অনেকেরই পূরণ হয়নি। যার জেরে তৈরি হয়েছে ক্ষোভ। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, সেই ক্ষোভকেই কাজে লাগাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। মগজধোলাই করে হাতে তুলে দিচ্ছে অস্ত্র।
বিশেষজ্ঞদের অনেকে এ-ও মনে করেন, ফ্রান্স দেশটার খোলামেলা চরিত্রের জন্যও তারা জঙ্গিদের চক্ষুশূল। কারণ ফ্রান্স মানেই তো মুক্ত চিন্তাধারা। ফ্রান্স মানেই শিল্প-সংস্কৃতির পীঠস্থান। ছবির দেশ, কবিতার দেশ। খোলামেলা পরিবেশ। আর এ সবই তো জেহাদি জঙ্গি সংগঠনগুলির না-পাসন্দ। তাই কখনও তাদের নিশানায় শার্লি এবদো। কখনও প্যারিস। কখনও আবার নিস।