ভারতের সঙ্গে ঘুরপথে কোনও আলোচনা চলছে না, চিনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন পশ্চিমী দেশগুলি, দাবি আজিজের
ABP Ananda, web desk | 15 Oct 2016 10:47 AM (IST)
ইসলামাবাদ: ভারতের সঙ্গে কোনওরকম ব্যাকডোর কুটনীতি চলছে না বলে জানাল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ঘুর পথে বা কোনওরকম ট্র্যাক-২ ডিপ্লোম্যাসি চলছে না। কারণ, এ ধরনের যোগাযোগ দুই পক্ষই চাইলে গড়ে ওঠে। এক্সপ্রেস নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে আজিজ অভিযোগ করেছেন, জঙ্গি হামলার জন্য কোনওরকম প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে দোষারোপ করে। তাঁর দাবি, যে কোনও সন্ত্রাসবাদী হামলার পর কোনওরকম জোরাল প্রমাণ ছাড়াই পাকিস্তানের দিকে আঙুল তোলা ভারতের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আজিজ জানিয়েছেন, দুই দেশের আলোচনা প্রক্রিয়াও থমকে রয়েছে। আজিজ আরও বলেছেন, রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাষণের মূল বিষয় ছিল কাশ্মীর ও সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। কূটনৈতিকভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার কথাও খারিজ করে দিয়েছেন আজিজ। তাঁর দাবি, পাকিস্তান সঠিক লক্ষ্যেই এগিয়ে চলেছে। পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার আরও দাবি, আন্তর্জাতিক সম্পর্কের বড়সড় পুনর্বিন্যাস ঘটতে চলেছে এবং পাকিস্তান এ ব্যাপাকে সঠিক দিশাতেই এগিয়ে চলেছে। রাশিয়া ও চিনের ইউরেশিয়ার পরিকল্পনা ও সাংঘাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর সক্রিয়তা এবং এশিয়া ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের গঠনের মতো বিষয়গুলি নিজের বক্তব্যের সমর্থনে উল্লেখ করেছেন আজিজ। আজিজের দাবি, চিনের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পর্ক ও সহযোগিতা পশ্চিমী দেশগুলির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে।