ইসলামাবাদ: নরেন্দ্র মোদীর আমলে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বরফ গলার কোনও আশা নেই। এমনই মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজ। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে আজিজ দাবি করেছেন, এই অঞ্চলে ভারতের ‘আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি’র বিরোধিতা করছে পাকিস্তান। তিনি সমতার ভিত্তিতে পাক-ভারত সম্পর্কের উন্নতির কথা বলেছেন।
আজিজ আরও বলেছেন, পাক পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে  ‘কাশ্মীরে অত্যাচার, নিয়ন্ত্রণ রেখায় ভারতের যুদ্ধবিরতি ভঙ্গ, কাশ্মীর সম্পর্কে ভারতের মতামত খারিজ, ভারতের সিন্ধু জল চুক্তি রদ করার হুমকি এবং বালুচিস্তানে ভারতের হস্তক্ষেপ’ সহ সমস্ত বিষয়গুলি উল্লেখিত হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীর প্রশ্নে আন্তর্জাতিক মহলে হাওয়া গরমের চেষ্টায় আদৌ সফল হতে পারেনি পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে তাদের বক্তব্য হালে পানি পায়নি। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া সহ বিভিন্ন দেশ পাকিস্তানকে সন্ত্রাসবাদ মোকাবিলায় সচেষ্ট হতে বলেছে। এই অবস্থায়  সরতাজ বুঝিয়ে দিয়েছেন,  নানা অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে প্রচার চালিয়ে আন্তর্জাতিক মহলে কল্কে পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে পাকিস্তান। আজিজ জানিয়েছেন, পাক পার্লামেন্টে গৃহীত প্রস্তাব পাকিস্তান বিভিন্ন মিশন, সংবাদমাধ্যম এবং সমগ্র বিশ্বের থিঙ্কট্যাঙ্কগুলিকে বিতরণ করা হবে। শরিফের উপদেষ্টা আরও দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন মঞ্চে যে আলাপ-আলোচনা হয়েছে তাতে সংখ্যাগরিষ্ঠই ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা প্রক্রিয়া শুরুর ওপরই গুরুত্ব দিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জঙ্গিদের অনুপ্রবেশ আটকাতে ভারত পাকিস্তানের সঙ্গে সীমান্ত সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রশ্নের উত্তরে আজিজ বলেছেন, জনগনের যাতায়াত ও বাণিজ্য বজায় থাকলে এক্ষেত্রে আপত্তির কোনও কারণ নেই।
উরিতে সেনা ছাউনিতে হামলায় যুক্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পাকিস্তান যে কোনও ব্যবস্থা নেবে না তাও স্পষ্ট হয়ে গিয়েছে শরিফের উপদেষ্টার বক্তব্যে। কারণ, আজিজ ১৮ সেপ্টেম্বরের উরিতে সেনা ছাউনিতে হামলাকে ‘সাজানো’ বলে দাবি করেছেন। তাঁর দাবি, এ ধরনের ‘সাজানো ঘটনা’ দিয়ে কাশ্মীর প্রসঙ্গ থেকে আন্তর্জাতিক দৃষ্টি ঘোরানোর ক্ষেত্রে সফল হবে না ভারত।