ঢাকা: বাংলাদেশে ১১জন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু। তাদের মধ্যে একজন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এনকাউন্টারে মৃত্যু হয়েছে ওই জঙ্গিদের। গাজিপুরের আফারখোলা এলাকায় একটি দোতলা বাড়িতে অভিযান চালিয়ে ৭ জঙ্গিকে খতম করে পুলিশ। এরপর টাঙ্গাইলে অভিযান চালিয়ে চার জঙ্গিকে নিকেশ করে বাংলাদেশের অ্যান্টি-ক্রাইম র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ফোর্স। পুলিশ জানিয়েছে, লাউডস্পিকারের মাধ্যমে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারপরও গুলি চালিয়ে যাচ্ছিল তারা।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মৃত জঙ্গিদের মধ্যে রয়েছে জামাতউল-মুজাহিদিন বাংলাদেশের নতুন শাখার ঢাকার কমান্ড্যার আকাশ। তামিম চৌধুরীর মৃত্যুর পর সে এই দায়িত্বে আসে। প্রসঙ্গত, গত ১ জুলাই ঢাকার অভিজাত ক্যাফেতে হামলার ঘটনার দায় স্বীকার করেছিল এই সংগঠন। তাদের মতার্দশের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএসের আদর্শগত মিল রয়েছে বলেও দাবি করে তারা।

জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে৪৭, কয়েক ডজন বুলেট, বোমা তৈরির সরঞ্জাম, চারটি ল্যাপটপ, একটি ল্যামিনেটিং মেশিন।