স্টকহোম: এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না। এমনই সিদ্ধান্তের কথা জানাল সুইডিশ অ্যাকাডেমি। #MeToo কেলেঙ্কারির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাছাড়া ২০১৬ সালে মার্কিন রক মিউজিক আইকন বব ডিলনকে পুরস্কৃত করা নিয়ে বিতর্কেরও প্রভাব পড়েছে সুইডিশ অ্যাকাডেমির এই সিদ্ধান্তের উপর। অ্যাকাডেমিতে রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।


ডিলনকে যখন সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়, তখন জনপ্রিয় মার্কিন সাহিত্যিক ফিলিপ রথ সহ অন্যদের উপেক্ষা করা নিয়ে তীব্র সমালোচনা হয়। সেই বিতর্ক অবশ্য পরে মিটে যায়। গত বছর কোনও সমস্যা হয়নি। কিন্তু কাজুও ইশিগুরো এই পুরস্কার পাওয়ার তিন সপ্তাহ পরেই যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। সুইডিশ অ্যাকাডেমির এক সদস্যর স্বামী জিঁ-ক্লদ আর্নল্টের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ ওঠে। আর্নল্টের বিরুদ্ধে এই মামলা এখনও চলছে। সোমবার রায় ঘোষণা করতে পারে আদালত। অ্যাকাডেমির অভ্যন্তরীণ তদন্তেও আর্নল্টের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের প্রমাণ মিলেছে। ফলে অ্যাকাডেমির কার্যকলাপ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।